জম্মু-কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিন কে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। বুধবার, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, কেন্দ্র সরকারের বিশ্বাস, তেহরিক-উল-মুজাহিদিন সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত। দেশে বিভিন্ন নাশকতামূলক হামলায় তারা অংশ নিয়েছে। তাদের হ্যান্ডলাররা বিদেশ থেকে বিভিন্ন ধরনের আর্থিক ও আনুষাঙ্গিক সহায়তা পেয়ে থাকে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৯৯০ সালে আত্মপ্রকাশ করে এই জঙ্গি সংগঠনটি। লক্ষ্য ছিল ‘কাশ্মীরের স্বাধীনতা’। সেই থেকেই বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে এই সংগঠনটি। যে কারণে, বেআইনি কার্যকলাপ রোধ আইনের আওতায় এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, বিভিন্ন সময়ে গ্রেনেড হামলা থেকে শুরু করে অস্ত্র ছিনতাই ও হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলিকে সহায়তা করে চলেছে তেহরিক-উল-মুজাহিদিন। পাশাপাশি, উপত্যকায় মৌলবাদের প্রচার ও প্রসার ঘটানো এবং স্থানীয় যুবকদের নিয়োগ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তেহরিক-উল-মুজাহিদিন।