এক্সপ্লোর
‘অসাধারণ অনুপ্রেরণাদাতা’, জন্মদিনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি কালামকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ৮৭ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালামকে ‘অসাধারণ অনুপ্রেরণাদাতা’ এবং মহান রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করেছেন মোদি। ১৯৩১-এর ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম হয়েছিল কালামের। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি।
মোদি তাঁর ট্যুইট বার্তায় লিখেছেন, একজন ব্যতিক্রমী শিক্ষক, একজন অসাধারণ অনুপ্রেরণাদাতা, এক অনন্য বিজ্ঞানী ও মহান রাষ্ট্রপতি ড. কালাম প্রত্যেক ভারতীয়র হৃদয়ে ও মননজুড়ে রয়েছেন।An exceptional teacher, a wonderful motivator, an outstanding scientist and a great President, Dr. Kalam lives in the hearts and minds of every Indian. Remembering him on his Jayanti. pic.twitter.com/Ko46nUhXx4
— Narendra Modi (@narendramodi) October 15, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















