এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কানপুরে 'নীতি পুলিশগিরি': শ্লীলতাহানি, হুমকির পর যুগলকে ‘ভাই-বোন’ হয়ে থাকার শপথ নিতে বাধ্য করল দুষ্কৃতীরা
কানপুর: উত্তরপ্রদেশে ফের ‘নীতি পুলিশগিরি’। কানপুরে পার্কে ঘোরার সময় একদল দুষ্কৃতীর হাতে শ্লীলতাহানির শিকার হল এক যুগল।
পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে, ওই যুগলকে ঘিরে ধরে একদল লোক। তারা যুগলকে অশ্রাব্য গালিগালাজ করে, হুমকি দেয় এবং এরপর শ্লীলতাহানি করে।
তারা মেয়েটিকে তার বন্ধুর হাতে রাখি বাঁধতে বাধ্য করে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা মেয়েটিকে বলিয়ে নেয় যে, ‘এরপর থেকে এই ছেলেটির সঙ্গে আমার শুধু ভাইয়ের সম্পর্কই থাকবে’।
এরপর ছেলেটিকে তারা এ ধরনের কাজ না করার হুমকি দেয়।
ভিডিওতে অভিযুক্তদের মুখ স্পষ্ট দেখা গিয়েছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।
এই ঘটনার প্রতিক্রিয়ায় কংগ্রেস মুখপাত্র অখিলেশ প্রতাপ সিংহ বলেছেন, ‘ওরা আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা নিজেদের বলে ভাবছে। কড়া ব্যবস্থা গ্রহন না করা হলে বর্তমানের জঙ্গলরাজ মহা জঙ্গলরাজে পরিণত হবে’।
সিংহর অভিযোগ, এ ধরনের লোকজনকে মদত দিচ্ছে খোদ সরকার।
অন্যদিকে, বিজেপি এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করবে এবং অভিযুক্তদের শনাক্ত করবে। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে এ ধরনের উপদ্রব করলে রেহাই মিলবে না। এ ধরনের লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement