এক্সপ্লোর
Advertisement
মুখ্যসচিব নিগ্রহ মামলায় কেজরীবাল, সিসোদিয়া, ১১ দলীয় বিধায়ককে অভিযুক্ত হিসাবে তলব আদালতের, ২৫ অক্টোবর হাজিরার নির্দেশ, পাল্টা মোদী সরকারকে নিশানা আপের
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও ১১ জন আমআদমি পার্টি (আপ) বিধায়ককে তলব দিল্লির এক আদালতের। দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে গত ১৯ ফেব্রুয়ারি রাতে কেজরীবালের সরকারি আবাসে নিগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ। এ ব্যাপারে দিল্লি পুলিশের ১৩ আগস্ট দায়ের করা চার্জশিট গ্রহণ করে আপ প্রতিষ্ঠাতা ও বাকিদের অভিযুক্ত হিসাবে সমন পাঠিয়ে ২৫ অক্টোবর হাজিরা দিতে বললেন অতিরিক্ত মুখ্য মেট্রপলিট্যান ম্যাজিস্ট্রেট সমর বিশাল। মামলায় তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসারে ব্যবস্থা নেওয়ার পর্যাপ্ত কারণ রয়েছে বলে জানিয়েছে আদালত।
বিচারক বলেন, অন্যায় ভাবে আটকে রাখা, সরকারি অফিসারকে দায়িত্ব, কর্তব্য পালনে বাধা দিতে বলপ্রয়োগ ও নিগ্রহ করা, শান্তিভঙ্গে প্ররোচনা দিতে তাঁকে অপমান, হেনস্থা করা, অপরাধে উসকানি সমেত ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় তিনি অভিযুক্তদের সবার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি গ্রহণ করছেন। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৭ বছরের কারাবাস হবে কেজরীবালদের। কেজরীবালের ওই ১১ বিধায়ক হলেন আমানাতুল্লাহ খান, প্রকাশ জারোয়াল, নিতীন ত্যাগী, ঋতুরাজ গোবিন্দ, সঞ্জীব ঝা, অজয় দত্ত, রাজেশ ঋষি, রাজেশ গুপ্তা, মদন লাল, প্রবীণ কুমার, দীনেশ মোহানিয়া।
মুখ্যসচিব তদন্তকারী এজেন্সির বাছাই করা কৌঁসুলিদের মাধ্যমে বিচার চালাতে দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য যে আবেদন করেছেন, এদিন তার ওপর যুক্তি, পাল্টা যুক্তি শোনে আদালত। ১০ অক্টোবর এ ব্যাপারে রায় ঘোষণা হবে বলে জানিয়েছে আদালত।
চার্জশিটে পুলিশ অভিযোগ করে, কেজরীবাল, সিসোদিয়া ও অন্যরা মুখ্যসচিবকে খুন বা মারাত্মক ভাবে জখম করার হুমকি দেওয়ার চক্রান্ত করেন, তাঁকে সরকারি দায়িত্ব পালনে বাধা দেন, আঘাত করেন। আপ নেতারা ভারতীয় দণ্ডবিধির ১৪৯ ধারায়ও অভিযুক্ত হন, যাতে বলা রয়েছে, কোনও বেআইনি জমায়েত থেকে যদি একজনও কেউ কোনও অপরাধ করেন, তবে সেই জমায়েতে থাকা বাকি সবাইও তাতে দোষী সাব্যস্ত হবেন।
দিল্লি পুলিশ গত ১৮ মে কেজরীবালকে এই মামলায় তিন ঘন্টারও বেশি জেরা করে এই অভিযোগে যে, মুখ্যসচিবের ওপর যখন হামলা চালানো হয় বলে অভিযোগ, সে সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। ২ বিধায়ক আমানাতুল্লাহ খান, প্রকাশ জারোয়ালকে গ্রেফতারও করা হয়।
এদিকে আপ তীব্র অসন্তোষ জানিয়েছে কেজরীবাল, সিসোদিয়া ও অন্যদের অভিযুক্ত করে সমন পাঠানোয়। দলের মুখপাত্র সৌরভ ভরদ্বাজের দাবি, দিল্লি পুলিশকে মোদী সরকার নিয়ন্ত্রণ করছে। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, আপ বিধায়কদের বিরুদ্ধে গত সাড়ে তিন বছরে অনেক ভিত্তিহীন মামলা দায়ের করেছে ওরা। কিন্তু সবগুলিই আদালতে বিচারপর্বে মুখ থুবড়ে পড়েছে। সর্বশেষ মিথ্যা মামলারও আগেরগুলির মতোই একই পরিণতি হবে। আপ আশ্বস্ত করছে, এধরনের ষড়যন্ত্রে দিল্লিবাসীর স্বার্থে নিরলস কাজ করে যাওয়ার শপথ থেকে দলকে বিরত রাখা যাবে না। মুখ্যসচিবের দায়ের করা মিথ্যা এফআইআর ও মোদী সরকার নিয়ন্ত্রিত দিল্লি পুলিশের দেওয়া চার্জশিটটি দিল্লি সরকারকে কালিমালিপ্ত করার বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement