KMC Election 2021 Live : ‘কাউন্সিলরদের সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন চালু রাখতে হবে,’ নির্দেশ মমতার
KMC Election Live Updates : "টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে। যারা একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিন।" প্রচারে গিয়ে ফুলবাগানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Background
কলকাতা : শহরে যখন শীতের (Winter) আমেজ, তখন প্রচারে উষ্ণ পরিবেশ। রবিবারই পুরভোট (KMC Election) । তাই প্রচারে ঝড় তুললেন সব দলের প্রার্থীরা।
সুষ্ঠুভাবে পুরভোট করাতে পরিকল্পনা তৈরি। জানালেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata CP)। পুলিশ সূত্রে খবর, পুরভোটের দিন মোতায়েন থাকবে ২৩ হাজার পুলিশ কর্মী। তার মদ্যে ৫ হাজার রাজ্য পুলিশ। বাকিরা কলকাতা পুলিশের কর্মী। ভোটের আগে আজ থেকেই শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ।
গোয়া থেকে ফিরেই বুধবার কলকাতা ভোটের প্রথম প্রচারে ফুলবাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া (Goa) থেকে ফিরেই ফুলবাগানে ভোটের প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুরভোটে ফুলবাগানে মমতার প্রথম সভা হল এদিনই। এদিকে, আজ রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া যায়। এই আবহে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওমিক্রন মারাত্মক কিছু নয়, কিন্তু ছোঁয়াচে, ছড়ায় বেশি। কিন্তু মৃত্যু ভয় কম। ওমিক্রনে একজন ধরা পড়ছেন, কিন্তু বিমানের বাকি যাত্রীদের ছুঁইয়ে দিচ্ছে। বিমানের বাকি ৩০০ যাত্রী বলা সত্বেও সবার সঙ্গে মিশছেন।
পাশাপাশি তিনি এও বলেন, "কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত করতে বলব। করোনার টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে। যারা একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিন।" "
KMC Election Live: তৃণমূল করে খাওয়ার জায়গা নয়, পুরভোটের প্রচারে বার্তা অভিষেকের
তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, পুরভোটের প্রচারে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
KMC Election 2021 Live Updates : আগামী দিনে আমার কাজ শিল্প করা, কর্মসংস্থান করা, নির্বাচনী প্রচারে বললেন মমতা
আগামী দিনে আমার কাজ শিল্প করা, কর্মসংস্থান করা। ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়েছি।






















