KMC Election 2021 Live : সময় বড্ড কম, স্লগ ওভারে কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলেছে সব পক্ষ
KMC Election 2021 Live Updates: প্রচারের জন্য হাতে সময় খুব কম। শহরজুড়ে জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল ও বিজেপি, দুই দলের প্রার্থীরা।
LIVE
Background
কলকাতা : ১৯ ডিসেম্বর কলকাতায় পুরসভার ভোট (KMC Election 2021)। প্রচারের জন্য হাতে সময় খুব কম। শহরজুড়ে জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP), দুই দলের প্রার্থীরা।
মঙ্গলবার তিলোত্তমা জুড়ে ভোটের হাওয়া তুঙ্গে প্রচার (campaign)। কেউ বা হেঁটে, কেউ আবার হুডখোলা গাড়িতে চড়ে, জোরদার প্রচারে সব পক্ষই। ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসাবে লড়ছেন ফিরহাদ হাকিম।
তবে, নিজের পাশাপাশি দলের অন্য প্রার্থীদের জন্যও সময় বের করছেন তিনি।
মঙ্গলবার ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপন সমাদ্দারের সমর্থনে ট্যাংরা এলাকায় প্রচার চালালেন ফিরহাদ। ১১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি বাগকে নিয়ে নিউ আলিপুর এলাকায় প্রচার চালালেন পার্থ চট্টোপাধ্যায়। শাসক দল যখন শহরজুড়ে জোরদার প্রচার চালাচ্ছে, তখন পিছিয়ে নেই বিজেপিও। ১৬নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শরৎকুমার সিংহকে নিয়ে হেঁদুয়া এলাকায় পায়ে হেঁটে প্রচার চালালেন দিলীপ ঘোষ। প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাইলেন ভোটারদের আশীর্বাদ...।
কলকাতা পুরভোটেও চায়ে পে চর্চা । হেঁদুয়ার একটি চায়ের দোকানে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে চা খেতে খেতে আড্ডা জমাতেও দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে। বিকেলে ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস শীলের হয়ে শোভাবাজার এলাকায় পদযাত্রা করেন দিলীপ ঘোষ।
পরে জোড়াবাগানের খোট্টা বাজারেও প্রচার করেন তিনি। ২৪নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। ২৫নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুনীল হর্ষ। গেরুয়া শিবিরের দুই প্রার্থীর সমর্থনেই মঙ্গলবার জনসংযোগে নামেন শুভেন্দু অধিকারী।
KMC Election Live : সুষ্ঠুভাবে পুরভোট করাতে পরিকল্পনা তৈরি, জানালেন কলকাতার পুলিশ কমিশনার
সুষ্ঠুভাবে পুরভোট করাতে পরিকল্পনা তৈরি। জানালেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে খবর, পুরভোটের দিন মোতায়েন থাকবে ২৩ হাজার পুলিশ কর্মী। তার মদ্যে ৫ হাজার রাজ্য পুলিশ। বাকিরা কলকাতা পুলিশের কর্মী। ভোটের আগে আজ থেকেই শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ।
KMC Election Live Update :রবিবারই পুরভোট, তাই প্রচারে ঝড় তুললেন সব দলের প্রার্থীরা
শহরে যখন শীতের আমেজ, তখন প্রচারে উষ্ণ পরিবেশ। রবিবারই পুরভোট। তাই প্রচারে ঝড় তুললেন সব দলের প্রার্থীরা।
KMC Election Live : ৬৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শাম্মি জাহানের হয়ে প্রচার করছেন ফারজানা চৌধুরী
একসময়ের প্রতিদ্বন্দ্বী আজকের সহকর্মী। ৬৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শাম্মি জাহানের হয়ে প্রচার করছেন ফারজানা চৌধুরী। যিনি ২০০৫-এ শাম্মি জাহানকে হারিয়েই কাউন্সিলর হয়েছিলেন। আজ দু’জনই অন্য দল ছেড়ে শাসকদলে।
KMC Election Live Update : ১৯ ডিসেম্বর পুরভোট, কলকাতায় চলছে জোরকদমে প্রচার
১৯ ডিসেম্বর পুরভোট, কলকাতায় চলছে জোরকদমে প্রচার
KMC Election Live : গোয়া থেকে ফিরেই কলকাতা ভোটের প্রথম প্রচারে ফুলবাগানে মমতা
গোয়া থেকে ফিরেই কলকাতা ভোটের প্রথম প্রচারে ফুলবাগানে মমতা।