এক্সপ্লোর
কলকাতায় বাড়ছে সংক্রমণ, এনআরএসের এক প্রসূতি সহ সংক্রমিত ৫
এনআরএসের এক প্রসূতি সহ সংক্রমিত ৫। মুচি বাজারে করোনা আক্রান্ত পাঁচ বিক্রেতা। এলাকায় র্যাপিড টেস্ট পুরসভার।

কলকাতা: ফের করোনা হানা এনআরএস হাসপাতালে। আক্রান্ত বিভিন্ন বিভাগের ৫ রোগী। এর মধ্যে এক প্রসূতির সন্তান প্রসবের পর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সার্জারি বিভাগে ২ জন মহিলা করোনা আক্রান্ত হয়েছে। সংক্রমণ ছড়িয়েছে মেডিসিন বিভাগেও। সেখানে ২ জন পুরুষ করোনা পজিটিভ।
অন্যদিকে কলকাতা জিপিও-র ১ কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। দু’দিনের জন্য বন্ধ রাখা হবে কার্যালয়। সারা দেশে আবারও একদিনে করোনার রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ১২,৮৮১ জন। করোনা-মৃত্যুও পেরোল ১২ হাজার। তার মধ্যেই আশার আলো, করোনা থেকে সুস্থতার হার এখন প্রায় ৫৩ শতাংশ। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















