এক্সপ্লোর
কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম ৫ জঙ্গি

কুলগাম: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হল পাঁচ জঙ্গি। খতম হওয়া পাঁচ জঙ্গিই হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। সূত্রের খবর, কুলগাম জেলার কেল্লেম গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা জায়গাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। সেই সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এরপরেই শুরু হয়ে যায় গুলির লড়াই। নিরাপত্তারক্ষীরা পাঁচ জঙ্গিকে খতম করেন। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। জঙ্গিরা খতম হওয়ার পরেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুলগাম জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















