Kalyan Singh Last Rites: আজ বুলন্দশহরে শেষকৃত্য কল্যাণ সিংহর, উপস্থিত থাকবেন অমিত শাহ ও রাজনাথ সিংহ
বুলন্দশহরের যে গ্রামে কল্যাণ সিংহ জন্মেছিলেন, সেই মাধোলি গ্রামে নিয়ে আসে হবে মৃতদেহ। এই যাত্রাপথে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
লখনউ: আজ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত নেতার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
প্রয়াত কল্যাণ সিংহর ছেলে তথা বিজেপি সাংসদ রাজবীর সিংহ বলেছেন, দুই কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতীও বিজেপির এই প্রবীণ নেতার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
রাজবীর সিংহ জানিয়েছেন, উত্তরপ্রদেশের বুলন্দশহরে কল্যাণ সিংহর শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুলন্দশহরের নারোয়ায় রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে। আলিগড়ের অহল্যা বাই স্টেডিয়াম থেকে বুলন্দশহরের যে গ্রামে কল্যাণ সিংহ জন্মেছিলেন, সেই মাধোলি গ্রামে নিয়ে আসে হবে মৃতদেহ। এই যাত্রাপথে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গত শনিবার লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে প্রয়াত হন কল্যাণ সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আদিত্যনাথ রবিবার রাতে বলেছেন, 'কল্যাণ সিংহ ছিলেন ভারত মাতার প্রকৃত সুসন্তান। তাঁর প্রজন্মের যে নেতারা তদানীন্তন রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কল্যাণ সিংহ'।
অহল্যা বাই স্টেডিয়ামে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন অগনিত সাধারণ মানুষ। আদিত্যনাথ বলেছেন, 'ভগবান রামের প্রতি কল্যাণ সিংহ এতটাই অনুরক্ত ছিলেন যে, তিনি তাঁর পদের পরোয়া করেননি'।
রবিবার সন্ধেয় রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল কল্যাণ সিংহর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে করে ধঞ্জপুর এয়ারস্ট্রিপে নিয়ে আসা হয়। সেখানে তখন উপস্থিত ছিলেন আদিত্যনাথ, উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিংহ, এটা-র সাংসদ কথা কল্যাণ সিংহর ছেলে রাজবীর।
গতকাল রবিবার লখনউয়ে প্রয়াত কল্যাণ সিংহর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপি আগামী তিনদিন দলের সমস্ত কর্মসূচি বাতিল করেছে। আজই উত্তরপ্রদেশের বিজেপি কর্মীদের সামনে বক্তব্য রাখার কথা ছিল নাড্ডা।