Live Update: সাধারণ ধর্মঘট: মালদার সুজাপুরে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ধর্মঘটীদের, গাড়িতে আগুন, পাল্টা কাঁদানে গ্যাস

Background
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন-সহ একাধিক ইস্যুতে বাম ও কংগ্রেস-সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকা ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ। জেলায় জেলায় শুরু হয়েছে রেল অবরোধ। শহরে ও জেলায় পথে নেমেছেন বন্ধ সমর্থকরা।
শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূল। ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ স্থগিত রাখারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই ইস্যুকে সমর্থন করলেও, বন্ধ যে সমর্থন করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। বুধবার বাম-কংগ্রেসের ডাকা ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সচেষ্ট থাকবে সরকার, জানিয়েছেন নেত্রী।
বন্ধের মোকাবিলায় আজ বেশ কিছু বাড়তি বাস চালানো হবে। রাজ্য পরিবহণ নিগমের প্রচুর বাড়তি বাস চলবে। উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমও বেশ বাস চালাবে বলেখবর।
আজ সব কর্মীর হাজিরা নিশ্চিত করতে সোমবারেই নির্দেশিকা দিয়েছে অর্থ দফতর। জানানো হয়েছে, বন্ধের দিন কারও ছুটি মঞ্জুর করা হবে না। বন্ধের দিন অফিস না করলে কর্মজীবন থেকে এক দিন বাদ যাবে। বেতনও কাটা হবে।
লালবাজার জানিয়েছে, বুধবার কলকাতার রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন থাকবে।

ধর্মঘটকে কেন্দ্র করে মালদার কালিয়াচকের সুজাপুরে ধুন্ধুমার। অবরোধ তুলতে





















