LIVE UPDATE: দিল্লি বিধানসভা নির্বাচন: বিকেল সাড়ে পাঁচটা পড়ল ভোট পড়ল ৫২.৯৫ শতাংশ
LIVE
Background
আজ দিল্লির বিধানসভা নির্বাচন। অরবিন্দ কেজরীবালের আপ, নাকি নরেন্দ্র মোদির বিজেপি আগামী ৫ বছরে দিল্লির শাসন কার হাতে থাকবে, তা ঠিক করে দেবে জনতা।
সিএএ-এনপিআর-এনআরসি-র আবহে ৭০-টি আসনে পছন্দের প্রার্থী বেছে নেবে দিল্লির জনতা। জেএনইউ-তাণ্ডব, জামিয়ায় গুলিচালনা, শাহিনবাগের প্রতিবাদ – এই বিষয়গুলি নিঃসন্দেহে কি-ফ্যাক্টর হয়ে উঠতে পারে দিল্লির নির্বাচনে।
সব সমীক্ষাই কেজরীর দলের পালে হাওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রচারে বারবার আত্মবিশ্বাসী শুনিয়েছে গেরুয়া শিবিরকে। তবে জনতা কাকে জয়ের মুখ দেখায়, তা জানা যাবে ১১ ফেব্রুয়ারি।
কিউআর কোড থেকে মোবাইল অ্যাপ-- এবারের দিল্লি ভোটে প্রযুক্তিকে বিশালাকারে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি, রাজধানী সহ গোটা দিল্লি জুড়ে করা হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। বিশেষ নজর দেওয়া হয়েছে শাহিনবাগ সহ বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে।
এই বিষয়টিকে মাথায় রেখে দিল্লির মুখ্য নির্বাচনী দফতরের তরফ থেকে ওই অঞ্চলের পাঁচটি থানাকে ‘উত্তেজনাপ্রবণ’ ঘোষণা করেছে।
এবারের ভোটের লড়াই মূলত ত্রিমুখী। কেজরীর আম আদমি পার্টি, কংগ্রেস ও বিজেপি। মোট ৬৭২ জন প্রার্থী এই ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ১.৪৮ কোটি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে ৮১ লক্ষ পুরুষ ও ৬৬ লক্ষ মহিলা। এছাড়া, ১১ হাজার সার্ভিস ভোটার ও ৮৬৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ২.৩২ লক্ষ প্রথম বারের ভোটার। প্রবীণ ভোটারের সংখ্যা ২ লক্ষ।
আম আদমি পার্টির সঙ্গে বিজেপির মূল লড়াই হলেও, দিল্লির রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে ভোট প্রচারে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর লাঠিপেটা-মন্তব্য। যার জেরে শুক্রবার, দিল্লি নির্বাচনের ঠিক আগের দিন, তুলকালাম হয় সংসদে। প্রশ্নোত্তর পর্বে মূল প্রশ্নের উত্তর না দিয়ে রাহুলের নিন্দা করায়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দিকে তেড়ে যান কংগ্রেস সাংসদ কংগ্রেস সাংসদ মণিক্কম ঠাকুর। পাল্টা ওয়েলে নামেন বিজেপি সাংসদরাও। এর আগে বৃহস্পতিবারই সংসদে রাহুলের লাঠি-মন্তব্যের পাল্টা তাঁকে টিউবলাইট বলে কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। সবমিলিয়ে দিল্লি নির্বাচনের প্রেক্ষাপটে রাহুল গাঁধীর লাঠি-মন্তব্য ঘিরে সরগরম সংসদীয় রাজনীতির আবহ।