LIVE UPDATES: পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর সময় এনকাউন্টার, খতম উত্তর প্রদেশের মোস্ট ওয়ান্টেড বিকাশ দুবে
পুলিশ সূত্রে খবর, বিকাশ উল্টে যাওয়া গাড়ি থেকে পালাতে চেষ্টা করে। এক পুলিশ কর্মীর থেকে পিস্তল ছিনিয়ে শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে সংঘর্ষ।

Background
নয়াদিল্লি: গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসার সময় নাটকীয় ঘটনা। কানপুরের কাছে দুর্ঘটনায় বিকাশের গাড়ি। কনভয়ে যে গাড়িতে বিকাশ ছিলেন, সেই গাড়িটিই উল্টে যায়।
পুলিশ সূত্রে খবর, বিকাশ উল্টে যাওয়া গাড়ি থেকে পালাতে চেষ্টা করে। এক পুলিশ কর্মীর থেকে পিস্তল ছিনিয়ে শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সূত্রের খবর, উজ্জ্বয়িনী থেকে ধৌলি আনার পথে বিকাশের গাড়ি উল্টে যেতেই গ্যাংস্টারের কিছু সঙ্গীও সেখানে যোগ দেয়। বিকাশের গুলি লেগে থাকতে পারে বলে ধারণা পুলিশের। তাকে আপাতত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের একাংশ জানাচ্ছে তার অবস্থা আশঙ্কাজনক। তবে বিকাশের হাতকড়া পরানো ছিল কি না, তা নিয়ে সংশয় রয়েছে।






















