এক্সপ্লোর
গোরক্ষার নামে মানুষকে পিটিয়ে মারা বেদনাদায়ক, মন্তব্য কঙ্গনার

মুম্বই: পশুদের রক্ষা করা দরকার। কিন্তু গোরক্ষার নামে দেশের মানুষকে পিটিয়ে মারা বেদনাদায়ক। এমনই মন্তব্য কঙ্গনা রানাউত। গণপিটুনি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘পরস্পর-বিরোধী অনুভূতি হচ্ছে। পশুদের রক্ষা করা দরকার। কিন্তু যখন কাউকে মারা হয়, তখন মনে হয় এটা ভুল।’ দেশের রাজনীতি নিয়ে মতামত তাঁর আছে, কিন্তু তিনি নিজে কি কখনও রাজনীতিতে আসবেন? এব্যাপারে কুইন অফ বলিউডের ভাবনা খুবই স্পষ্ট। তিনি রুপোলি দুনিয়ায় যথেষ্ট সফল। তাই আপাতত রাজনীতিতে কেরিয়ার তৈরির কোনও স্বপ্নই তাঁর নেই। তবে সাম্প্রতিক কালে দেশে যে ধরনের ঘটনা ঘটছে, সেবিষয় যথেষ্ট সচেতন কঙ্গনা। অভিনেত্রী শুধু মনে করেন, দেশের জন্যে যদি সত্যি কাউকে কিছু করতে হয়...তাহলে সবার আগে পরিবার, বন্ধু-বান্ধব, মানে ব্যক্তিগত জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। তারপর দেশের জন্যে একাগ্রভাবে ভাবতে হবে, কাজ করতে হবে। প্রসঙ্গত, গত সপ্তাহেই একটি ছবির স্ক্রিনিংয়ে যোগ দেন কঙ্গনা। ছবিতে মোদীর শৈশবকে দেখা গিয়েছে। স্ক্রিনিংয়ের পরই মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করেন অভিনেত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















