Maha Dashami, Durga Puja LIVE: আজ বিজয়া দশমী,শারদোৎসবের শেষ প্রহরে বিষাদের সুর শহর জুড়ে,সকাল থেকেই শুরু বিজয়ার প্রস্তুতি, গঙ্গায় প্রতিমা বিসর্জন ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত
আজ নবমী। হোমাগ্নিতে দেবীর স্তুতি। বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো। কোথাও হোম, কোথাও হবে ফল বলি। পুজো শুরুর সময় যেমন সংকল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। নবমীতেও কুমারী পুজো হয়। এরই মাঝে বাঙালির প্রাণের উত্সবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি৷ করোনা আবহে পুজোর আনন্দ এবার অনেকটাই ফিকে। পরিচিত ভিড় নেই। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দল বেঁধে ঠাকুর দেখা নেই। নিয়মের বিধিনিষেধে বাঁধা জীবন। তবু প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু।
LIVE
Background
আজ নবমী। হোমাগ্নিতে দেবীর স্তুতি। বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো। কোথাও হোম, কোথাও হবে ফল বলি। পুজো শুরুর সময় যেমন সংকল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। নবমীতেও কুমারী পুজো হয়। এরই মাঝে বাঙালির প্রাণের উত্সবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি৷ করোনা আবহে পুজোর আনন্দ এবার অনেকটাই ফিকে। পরিচিত ভিড় নেই। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দল বেঁধে ঠাকুর দেখা নেই। নিয়মের বিধিনিষেধে বাঁধা জীবন। তবু প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু।
শারদ আনন্দ: উত্তর থেকে দক্ষিণ শারদোৎসবের শেষ প্রহরে বিষাদের সুর শহর জুড়ে
শারদ আনন্দ ২০২০: নবমী নিশির শেষলগ্নে কলকাতার ছবি তুলে ধরল আমাদের প্রতিনিধিরা
শারদ আনন্দ ২০২০: মহানবমীর রাতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার ছবি এবিপি আনন্দের পর্দায়