এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্র: কাল রাজ্যপালের কাছে বিজেপি প্রতিনিধিদল, ওরা সরকার গঠনের দাবি করুক, সংখ্যাগরিষ্ঠতা দেখাক, বললেন শিবসেনা নেতা
বিজেপিই সদ্য অনু্ষ্ঠিত বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হয়েছে। ‘মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের অনুমোদন করা বার্তা’ নিয়েই প্রতিনিধিদলটি রাজ্যপালের কাছে যাবে বলে জানিয়েছেন বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ার।
মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ক্ষমতা বন্টনের প্রশ্নে জট কাটেনি শিবসেনা, বিজেপির। তার মধ্যে ৯ নভেম্বর বর্তমান বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করবে বিজেপির এক প্রতিনিধিদল, যার নেতৃত্ব দেবেন দলের রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল। বিজেপিই সদ্য অনু্ষ্ঠিত বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হয়েছে। ‘মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের অনুমোদন করা বার্তা’ নিয়েই প্রতিনিধিদলটি রাজ্যপালের কাছে যাবে বলে জানিয়েছেন বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ার। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ষার বাইরে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপালের সঙ্গে বৈঠকের বিস্তারিত খবর মিডিয়াকে পরে জানানো হবে।
দল মহারাষ্ট্র বিজেপির নতুন সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুঙ্গান্তিওয়ার। চন্দ্রকান্ত পাতিল পরবর্তী ক্যাবিনেটে বহাল থাকবেন বলেও জানান তিনি। বলেন, নতুন রাজ্য বিজেপি সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করা হবে। প্রসঙ্গত, বিজেপি দলে এক ব্যক্তি, এক পদ নীতি চালু করেছে।
বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দ্রকান্ত পাতিল গত জুলাইয়ে দলের রাজ্য সভাপতি হন। বিদায়ী রাজ্য সরকারে তিনি রাজস্ব দপ্তর সামলেছেন।
প্রসঙ্গত, নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রিত্ব সমান ভাগাভাগির দাবি নিয়ে বিজেপি, শিবসেনার সংঘাত অব্যাহত রয়েছে। সাম্প্রতিক ভোটে ২৮৮ সদস্যের বিধানসভায় বিজেপি সর্বোচ্চ ১০৫টি, শিবসেনা ৫৬টি আসন পেয়েছে।
এদিন শিবসেনা নেতা সঞ্জয় রাউত সাংবাদিকদের বলেন, একক বৃহত্তম দল হিসাবে বিজেপির সরকার গঠনের দাবি পেশ করা উচিত। রাজ্যপালকে ওরা বলুক, সরকার গড়ার প্রয়োজনীয় গরিষ্ঠতা ওদের আছে। আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। আরপিআই নেতা রামদাস অগ্রবালও তাঁর কাছে গিয়েছেন। বিজেপি নেতারা একক বৃহত্তম দল হিসাবে যদি সরকার গড়ার দাবি পেশ করতে রাজ্যপালের কাছে গিয়ে বলতে পারেন যে, প্রয়োজনীয় ১৪৫ জনের সমর্থন আছে, আমরা খুশি হব।
এদিন কংগ্রেস সাংসদ হুসেন দালওয়াইয়ের সঙ্গেও বৈঠক হয় রাউতের। সে ব্যাপারে তিনি বলেন, কংগ্রেস যদি বলে, বিজেপি বাদে যে কোনও দলকে সমর্থনে প্রস্তুত, আমরা স্বাগত জানাব। শুরু থেকেই কংগ্রেসের অবস্থান এটা। আমার সঙ্গে কয়েকজন কংগ্রেস বিধায়কেরও কথা হয়েছে এবং তাঁরাও বিজেপিকে ঠেকাতে একই ভাবনার কথা বলেছেন, যা আমি সমর্থন করি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement