এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্র: শিবসেনাকে কি সমর্থন করা যায়? আজ সনিয়া সমীপে কং নেতারা
তিন কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট, অশোক চহ্বান ও পৃথ্বীরাজ চহ্বান ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন।
নয়াদিল্লি: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি-শিবসেনা দ্বন্দ্ব অব্যাহত। এরই মধ্যে কংগ্রেস চেষ্টা করছে যদি বিজেপিকে বাইরে রেখে সেনার সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গড়া যায়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ রাজ্য নেতৃত্ব দেখা করবে দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে।
তিন কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট, অশোক চহ্বান ও পৃথ্বীরাজ চহ্বান ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন। সনিয়ার সঙ্গে দেখা করে তাঁরা আলোচনা করবেন বাইরে থেকে কংগ্রেস সহ বিরোধী দলগুলির সমর্থনে শিবসেনা সরকার গড়া কতটা বাস্তবোচিত হবে। গতকাল এই ৩ নেতা দেখা করেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে, সন্ধেয় আবার পওয়ারের বাসভবনে এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। যদিও তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে জানা যায়নি। তবে পওয়ার পরিষ্কার করে দিয়েছেন, বিজেপি-সেনা নিজেদের অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত তিনি সরকার গড়ার লড়াইয়ে ঝাঁপাবেন না।
কংগ্রেস নেতারা জানিয়েছেন, এনসিপি প্রধান তাঁদের বলেছেন দলীয় হাইকম্যান্ডের সঙ্গে দেখা করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁদের অবহিত করতে ও আগামী পদক্ষেপের অনুমোদন নিতে। তাই আজ তাঁদের সনিয়ার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত। তবে পওয়ার প্রকাশ্যে তেমন কিছু না বললেও গতকাল তিনি একের পর এক বৈঠক করেছেন। কোনও দলই তাদের তাস প্রকাশ্যে আনতে রাজি নয়, তবে সং-এনসিপির দ্বিতীয় শ্রেণির নেতারা খোলাখুলি চাইছেন শিবসেনাকে সরকার গড়তে বাইরে থেকে সমর্থন দিতে।
কংগ্রেস এই মুহূর্তে চায় শিবসেনা বিজেপি জোট থেকে বেরিয়ে আসুক, প্রকাশ্যে বিরোধীদের সমর্থন চাক। কিন্তু ৫০-৫০ ফর্মুলায় অনড় সেনা নানাভাবে বিজেপির ওপর চাপ বাড়ালেও জোট ভাঙার ইঙ্গিত এখনও দিচ্ছে না। যদিও মুখ্যমন্ত্রী পদের দাবি থেকে তারা যে সরে আসেনি তা গতকালই পরিষ্কার করে দিয়েছে। ওদিকে বিজেপিও অনড়, মুখ্যমন্ত্রী থাকবেন দেবেন্দ্র ফড়ণবীশই, সেনা বড় জোর উপ মুখ্যমন্ত্রিত্ব পেতে পারে। সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে অসন্তোষ গোপন রাখেননি, বলেছেন, জোটসঙ্গীর সঙ্গে আচরণে বিজেপি ইউজ অ্যান্ড থ্রো নীতি নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement