Maharashtra Coronavirus Guidelines: নাইট কার্ফু থেকে জরিমানা: করোনা নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা মহারাষ্ট্রে
শনিবার ‘মিশন বিগিন এগেন’ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। শনিবার থেকেই এই নির্দেশিকা বলবৎ হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকরী থাকবে।
মুম্বই: মহারাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার উর্ধ্বগতি অব্যাহত। সেইসঙ্গে কোভিড-১৯ এ মৃত্যুহারও বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সংক্রমণ নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের। শনিবার ‘মিশন বিগিন এগেন’ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। শনিবার থেকেই এই নির্দেশিকা বলবৎ হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকরী থাকবে।
মহারাষ্ট্রে শনিবার দৈনিক আক্রান্তর সংখ্যা বেড়ে সর্বাধিক ৩৬,৯০২-তে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুও সবচেয়ে বেশি। ১১২ জনের মৃত্যু হয়েছে।
এক ঝলকে মহারাষ্ট্র সরকারের নির্দেশিকা
১. অফিস ও যাতায়াত সহ প্রকাশ্য স্থানে ফেস কভার ও মাস্ক বাধ্যতামূলক
২. প্রকাশ্য স্থানে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে, ন্যূনতম ছয় ফুটের দূরত্ব রাখতে হবে। সাধারণের জন্য স্থানগুলির প্রবেশ ও বাইরে আসার পথে থার্মাল স্ক্রিনিং, হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
৩. সিনেমাহল, মল, অডিটোরিয়াম ও রেস্তোরাঁ রাত ৮ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে।
৪. নাইট কার্ফু ও কড়া বিধি নিষেধ রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশ অমান্যকারীদের জরিমানা দিতে হবে। নাইট কার্ফুর বিধি অমান্য করলে ১০০০ টাকা ও মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। প্রকাশ্যে থুতু ফেললেও এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ অনুযায়ী জরিমানা দিতে হবে।
৫. প্রকাশ্য স্থানে মদ, পান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ।
৬. চলবে ওয়ার্ক ফ্রম হোম
৭. কাজের সময়কে বিভিন্ন ধাপে ভেঙে ওয়ার্ক ফ্রম হোম জারি রাখতে কোম্পানিগুলি উৎসাহ দিয়েছে সরকার।
৮. সাধারণের ব্যবহার্য সুযোগ-সুবিধা ও কর্মস্থলে দুটি শিফ্টের মাঝে নিয়মিত স্যানিটাইজেশন। কর্মীদের শারীরিক দূরত্ব বজায়ের বিষয়টি নিশ্চিতকরণ, কাজের সময়কে বিভিন্ন ধাপে ভাগ করা।
৯. সমস্ত বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে কাজ। স্বাস্থ্য ও অন্যান্য অত্যাবশ্যক পরিষেবাকে এর বাইরে রাখা হয়েছে।
১০. রাজ্যে কোনও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশের অনুমতি দেওয়া হবে না