এক্সপ্লোর
Advertisement
খাঁচা নামিয়েও লাভ হল না, মহারাষ্ট্রে নদীর পাথুরে অংশে আটকে পড়া জখম বাঘের মৃত্যু
মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় নদীতে পড়ে গিয়েছিল একটি বাঘ। নদীর বুকে পাথর ভরা অংশে আটকে পড়েছিল ডোরাকাটা। শেষপর্যন্ত বাঘটিকে উদ্ধার করা সম্ভব হল না। নদীতেই মারা গেল সে। বন দফতরের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
চন্দ্রপুর: মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় নদীতে পড়ে গিয়েছিল একটি বাঘ। নদীর বুকে পাথর ভরা অংশে আটকে পড়েছিল ডোরাকাটা। শেষপর্যন্ত বাঘটিকে উদ্ধার করা সম্ভব হল না। নদীতেই মারা গেল সে। বন দফতরের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
৩৫ ফুট উঁচু ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে পড়েছিল বাঘটি। এতে সে মেরুদণ্ড আঘাত পেয়েছিল বলে অনুমান। গতকাল বুধবার কুনাদা গ্রামের কাছে সিরনা নদীর বুকে পাথর ভরা অংশে বাঘটিকে আটকে থাকতে নজরে পড়ে। এরপর বাঘটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। নদীতে খাঁচা নামানো হয়। কিন্তু খাঁচার মধ্যে উঠতে পারেনি সে। বরং খাঁচার লোহার শিক টানতে গিয়ে দাঁতে আঘাত পায় বাঘটি।
চন্দ্রপুর সার্কেলের মুখ্য বনসংরক্ষক এস ভি রামারাও বলেছেন, বৃহস্পতিবার সকালে বাঘটিকে নদীতে মৃত অবস্থায় দেখা যায়।
এর আগে বন বিভাগের এক আধিকারিক বলেছিলেন, গত বুধবার একটি পশুকে মেরে বাঘটি সেতুতে খানিক বিশ্রাম নিয়েছিল। এরপর সে নদীতে ঝাঁপ দেয় এবং জখম হয়ে পড়ে। খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ও বাঘটিকে উদ্ধারের চেষ্টা করেন। আলো কমে আসায় বুধবার সন্ধের পর উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। রাতে বাঘটির গতিবিধি নজরে রাখার জন্য কয়েকজন কর্মী মোতায়েন রাখা হয়। রামারাও জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বাঘটির গতিবিধির কোনও চিহ্ন নজরে পড়েনি। পরে বাঘটির মৃতদেহ জলে ভাসতে দেখা যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বাঘটির দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।#Maharashtra: A tiger died today after it fell into a river in Chandrapur yesterday. An operation to rescue it was underway for 24 hours. pic.twitter.com/vwAm4sGOXa
— ANI (@ANI) November 7, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement