এক্সপ্লোর
Advertisement
'১২ ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহের রিপোর্ট দিতে হবে, ফেরানো যাবে না কোনও রোগীকে', রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে ১০ দফা নির্দেশিকা মুখ্যসচিবের
এদিন রাজ্যের সরকারি হাসপাতালগুলির প্রিন্সিপাল ও মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব রাজীব সিনহা
কলকাতা: নমুনা সংগ্রহ করে রিপোর্ট দিতে হবে ১২ ঘণ্টার মধ্যে। হাসপাতালে কোনও রোগীকে ফেরানো যাবে না। করোনা মোকাবিলায় এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে ১০ দফা নির্দেশিকা দিলেন মুখ্যসচিব।
এদিন রাজ্যের সরকারি হাসপাতালগুলির প্রিন্সিপাল ও মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব রাজীব সিনহা। সেখানে হাসপাতালগুলির উদ্দেশ্যে ১০ দফা নির্দেশিকা জারি করা হয়।
এক ঝলকে দেখে নেওয়া যাক ঠিক কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে--
- কোনও মেডিক্যাল কলেজ/হাসপাতালে একজন রোগীকেও ফেরানো যাবে না।
- রেফার করা হলে রোগীর জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে হবে।
- সমস্ত প্রোটোকল মেনে ওয়ার্ড থেকে দ্রুত সরাতে হবে মৃতদেহ।
- আউটডোর ও জরুরি বিভাগে কর্মরত সব চিকিৎসককে বাধ্যতামূলক পিপিই পরতে হবে।
- নিয়মিত চিকিৎসকরা হাসপাতালের যে সব জায়গা ব্যবহার করেন, নিয়মিত সেগুলিকে স্যানিটাইজ করতে হবে।
- চিকিৎসকরা যেখানে বসেন বা পোশাক বদলান, সগুলি সমতে সব স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির পরিচ্ছন্নতা অত্যন্ত কঠোরভাবে বজায় রাখতে হবে।
- নমুনা সংগ্রহ করে রিপোর্ট দিতে হবে ১২ ঘণ্টার মধ্যে।
- এম আর বাঙুর হাসপাতালে বিশেষ নজর দিতে হবে। উন্নত করতে হবে পরিকাঠামো।
- স্বাস্থ্য ভবনের আধিকারিকদের নিয়মিত হাসপাতালের পরিদর্শনে যেতে হবে।
- সরকারি হাসপাতালে রোগীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement