এক্সপ্লোর
Advertisement
নাবালক কন্যাকে লাগাতার যৌন নিগ্রহ, যাবজ্জীবন বাবার, জেনেও চুপ মা, একই সাজা, দুজনের জরিমানা ১০০০ টাকা
রাজ্য সরকারকেও যৌন অত্যাচারের শিকার ১৪ বছরের মেয়েটিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন বিচারক।
কোয়েম্বাটুর: নিজের নাবালিকা মেয়েকে লাগাতার যৌন নিগ্রহের অপরাধে পকসো আইনে এক ব্যক্তির যাবজ্জীবন কারাবাসের সাজা হল। মেয়ের যন্ত্রণার কাহিনি জানার পরও মুখ বুজে থাকায় মায়েরও একই শাস্তি ঘোষণা করেছে আদালত। সাজার রায় ঘোষণার পাশাপাশি শিশু ও নাবালক যৌন নিগ্রহ রোধ আদালতের (পকসো) বিচারক জে রাধিকা ওই দম্পতির ১০০০ টাকা জরিমানাও ধার্য করেছেন। রাজ্য সরকারকেও যৌন অত্যাচারের শিকার ১৪ বছরের মেয়েটিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন বিচারক।
মামলায় সরকারপক্ষ বলেছে, ৪৬ বছর বয়সি, নারকেল বাগিচা কর্মী লোকটি জেলার আনামালাইয়ে বারংবার মেয়ের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। বাবা তার সঙ্গে অসভ্যতা করে, এটা মাকে বলেও সুরাহা হয়নি। মেয়ের কষ্টের কথা শুনেও মা নীরবেই স্বামীর কুকর্ম মেনে নেন। এতে লোকটির সাহস বেড়েই চলে। মেয়ের ওপর অত্যাচার চলতেই থাকে। দুঃখ আর সইতে না পেরে মেয়েটি স্কুলের বন্ধুদের কাছেই নিজের অসহায় অবস্থার কথা খুলে বলে। তারা সবটা জানায় ক্লাস টিচারকে। তিনিই থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে জুনে গ্রেফতার করা হয় দম্পতিকে। তবে তারা জামিনে জেলের বাইরে ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement