এক্সপ্লোর
পুলিশকে চুমু, হায়দরাবাদে গ্রেফতার যুবক
একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, একদল লোক রাস্তায় নাচছেন, হঠাৎ একজন পাশ দিয়ে যাওয়া এক পুলিশকর্মীকে চুমু খেয়ে বসলেন।

হায়দরাবাদ: পুলিশকে চুম্বনের অভিযোগে হায়দরাবাদে গ্রেফতার করা হল এক বছর আঠাশের ব্যাঙ্ককর্মীকে। বোনালু উৎসব চলাকালীন নেশার ঘোরে ওই ব্যক্তি পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পুলিশকর্মীকে আচমকা চুমু খান বলে অভিযোগ। রবিবার রাতে ঘটেছে এই ঘটনা। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, একদল লোক রাস্তায় নাচছেন, হঠাৎ একজন পাশ দিয়ে যাওয়া এক পুলিশকর্মীকে চুমু খেয়ে বসলেন। ওই পুলিশকর্মী তাঁকে ঠেলে সরিয়ে দিয়ে মারলেন এক থাপ্পড়।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত এক বেসরকারি ব্যঙ্কে চাকরি করেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় সরকারি কর্মীকে তাঁর কর্তব্যে বাধা দেওয়ার জন্য বলপ্রয়োগের ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। সোমবারই গ্রেফতার করা হয়েছে তাঁকে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















