১০ বছরে এই প্রথম! মন্দার জেরে ২ দিন গাড়ি নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত মারুতির
শুধুমাত্র মারুতি নয়, দেশের প্রায় সবকটি গাড়ি প্রস্তুতকারী সংস্থাই উৎপাদনকে কমিয়ে দিয়েছে। এর কারণ মূলত আর্থিক মন্দা ও গ্রাহকদের কম চাহিদা।
নয়াদিল্লি: দুদিনের জন্য নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল দেশের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া। গত ১০ বছরে এই প্রথম এমন ঘটনা ঘটল। সংস্থার তরফে জানানো হয়েছে, হরিয়ানার মানেসর ও গুরুগ্রাম কারখানায় আগামী ৭ ও ৯ সেপ্টেম্বর কোনও গাড়ির নির্মাণ হবে না। এক বিবৃতিতে মারুতি জানিয়েছে, এই দুদিনকে তারা ‘নো প্রোডাকশন ডে’ হিসেবে পালন করা হবে। তীব্র মন্দার জেরেই মারুতি এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, গত সাত মাস ধরেই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে। শেষবার, চলতি বছরের জানুয়ারি মাসে লাভের মুখ দেখেছিল এই সংস্থা। সেবার, মাত্র ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল সংস্থার বিক্রি। কিন্তু, তারপর থেকে ধারাবাহিকভাবে পতনের সম্মুখীন হতে হচ্ছে মারুতিকে। এরমধ্যে, অগাস্ট মাসেই উৎপাদনের হার প্রায় ৩৪ শতাংশ কমিয়ে দিয়েছিল এই সংস্থা। তার আগের মাসে কমানোর হার ছিল ২৫ শতাংশ। তবে, শুধুমাত্র মারুতি নয়, দেশের প্রায় সবকটি গাড়ি প্রস্তুতকারী সংস্থাই উৎপাদনকে কমিয়ে দিয়েছে। এর কারণ মূলত আর্থিক মন্দা ও গ্রাহকদের কম চাহিদা।