এক্সপ্লোর
Advertisement
লাল কার্ড দেখে ক্ষিপ্ত মেসি পদক নিলেন না, বললেন ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্যই টুর্নামেন্ট হচ্ছে, কড়া শাস্তির মুখে পড়ার আশঙ্কা
লাল কার্ড দেখায় পরের মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে মেসিকে পাবে না আর্জেন্তিনা
রিও দে জেনেইরো: ক্ষিপ্ত লিওনেল মেসি। একের পর এক তোপ দেগে চলেছেন। চিলের বিরুদ্ধে জিতে কোপা আমেরিকার তৃতীয় স্থান অর্জনের পর পদক নিতেও অস্বীকার করলেন তিনি। আর্জেন্তিনার মহাতারকাকে এরকম মেজাজে কখনও দেখা গিয়েছে কি না, মনে করতে পারছেন না ভক্ত-সমর্থকেরাও।
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পরই রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন মেসি। অভিযোগ করেছিলেন, ব্রাজিলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অন্তত দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে আর্জেন্তিনাকে। যা নিয়ে ফুটবলবিশ্বে তোলপাড় পড়ে গিয়েছিল। লাতিন আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থাকে (কনমেবল)সরকারিভাবে অভিযোগপত্র পাঠিয়েছিল আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন।
ভারতীয় সময় শনিবার মধ্যরাতে কোপা আমেরিকার তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণকারী ম্যাচে চিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা। ম্যাচটি আর্জেন্তিনা ২-১ গোলে জেতে। তবে মেসিকে ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ড দেখিয়ে বার করে দেন রেফারি মারিও দিয়াজ দে বিভার। চিলের অধিনায়ক গ্যারি মেদালের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ার জন্য। পরে ভিডিও রিপ্লেতে দেখা যায়, মেসি কিছু না করলেও রেফারির রোষানলে পড়েন।
ম্যাচের পর যা নিয়ে বোমা ফাটান মেসি। আর্জেন্তিনার অধিনায়ক বলে দেন, টুর্নামেন্ট করাই হচ্ছে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য! এবং দুর্নীতি জড়িয়ে রয়েছে এর সঙ্গে।
মেসি বলেন, ‘আমার ভীষণ রাগ হচ্ছে কারণ লাল কার্ড দেখার মতো কিছুই করিনি আমি আর আমরা খুব ভাল খেলছিলাম। আমরাই এগিয়েছিলাম। তবে যেমন কয়েকদিন আগেই বলেছিলাম, এই টুর্নামেন্টে অনেক দুর্নীতি হচ্ছে। বিশেষ করে রেফারিংয়ে। আমার উপলব্ধি হয়েছে যে, ওরাই আমাদের ফাইনালে যেতে দিল না। ব্রাজিলের বিরুদ্ধে আর আজকের ম্যাচে (চিলের বিরুদ্ধে) আমরা সেরা খেলাটা খেলেছি।’ মেসির বিস্ফোরক মন্তব্য, ‘ব্রাজিলকে জেতানোর জন্যই টুর্নামেন্টটা হচ্ছে। আসা করছি ভার প্রযুক্তি এবং রেফারিং কোনও ভূমিকা নেবে না এবং ফাইনালে পেরুকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে কারণ ওরা জেতার মতো দল। যদিও সেটা বেশ কঠিন দেখাচ্ছে।’
লাল কার্ড দেখায় পরের মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে মেসিকে পাবে না আর্জেন্তিনা। তবে কয়েকটি ম্যাচ নির্বাসনের মতো আরও বড় শাস্তি নেমে আসতে পারে তাঁর মাথায়। রবিবারই কনমেবল থেকে এক বিবৃতিতে মেসির নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ মেনে নেওয়া যায় না। বিশেষ করে কোপা আমেরিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মেনে নেওয়া যায় না।
যদিও তাতে আর্জেন্তিনা শিবিরের ক্ষোভ কমছে না। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে রেফারি রদি জামব্রানো কেন ভার প্রযুক্তির সাহায্য না নিয়েই আর্জেন্তিনার পেনাল্টির দাবি খারিজ করে দিলেন, তা নিয়ে উঠছে জোরাল প্রশ্ন। শনিবার দেখা যায়, চিলের অধিনায়ক মেদাল একটি বল বাইরে বার করে দেওয়ায় তাঁর পিঠে চাপড় মারেন মেসি। তাতেই মেজাজ হারান মেদাল। মেসিকে পাল্টা ধাক্কা দেন। বুক দিয়ে মেসিকে ধাক্কা মারেন। মেসি কোনও প্রতিক্রিয়া না দেখালেও রেফারি দুজনকেই লাল কার্ড দেখিয়ে বার করে দেন।
মেসি যা নিয়ে বলেছেন, ব্রাজিল ম্যাচের পর রেফারিংয়ের সমালোচনা করায় তাঁকে লাল কার্ড দেখানো হল। আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘আমি এখনও বুঝিনি মেসি লাল কার্ড দেখানোর মতো ঠিক কী করেছিল।’They won’t show you that messi started it.#Messi #CopaAmerica #chilevsargentina pic.twitter.com/qkkgw5dZND
— 々TOR🎖 (@TorresonSampson) July 6, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement