এক্সপ্লোর
Advertisement
যৌন হেনস্থার অভিযোগে ইস্তফা এম জে আকবরের, এবার বিচার পাবেন, আশা প্রিয়া রমনীর, সত্যের জয় হল, দাবি কংগ্রেসের
নয়াদিল্লি: প্রিয়া রমনী সহ বেশ কয়েকজন মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে প্রবল চাপে থাকা বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর আজ ইস্তফা দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই আকবর ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর।
আজ এক বিবৃতিতে আকবর জানিয়েছেন, ‘আমি যেহেতু ব্যক্তিগতভাবে বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি, সেই কারণে মনে করছি পদত্যাগ করে আমার বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগের মোকাবিলা করা উপযুক্ত। তাই বিদেশ প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি। দেশের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে কৃতজ্ঞ।’
আকবর ইস্তফা দেওয়ার পর প্রিয়া বলেছেন, ‘এম জে আকবরের ইস্তফার পর একজন মহিলা হিসেবে আমার মনে হচ্ছে অভিযোগ প্রমাণিত হল। আমি সেদিনের অপেক্ষায় আছি যেদিন আদালতে বিচার পাব।’
রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেন আকবর। সোমবার তিনি প্রিয়ার বিরুদ্ধে মানহানির ফৌজদারি মামলা দায়ের করেন। তবে বেশ কয়েকজন মহিলা সাংবাদিক প্রিয়ার পাশে দাঁড়িয়ে দাবি করেন, তাঁদেরও যৌন হেনস্থা করেন আকবর। এই চাপের মুখে আজ ইস্তফা দিলেন বিদেশ প্রতিমন্ত্রী।
আকবর ইস্তফা দেওয়ার পর তাঁকে আক্রমণ করে কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেছেন, ‘এই পদত্যাগে সত্যের শক্তি প্রতিষ্ঠিত হল। ভারতের মহিলারা আরও শক্তি পেলেন। ভারত সরকারের নির্লজ্জ অবস্থান, মহিলাদের ক্ষমতায়নের কথা বলা প্রধানমন্ত্রীর নীরবতা, ক্ষমতার উদ্ধত অপব্যবহার করে একজন মহিলার বিরুদ্ধে আইনজীবীদের নিয়োগ করা এবং অভিযুক্তকে তাঁর পদে থাকতে দেওয়ার পরেও যে মহিলারা তাঁদের অবস্থানে অনড়, তাঁদের কুর্ণিশ জানাই।’
মহিলা কংগ্রেসের প্রধান সুস্মিতা দেব ট্যুইট করে বলেছেন, ‘এম জে আকবরের পদত্যাগ সবার জন্য নৈতিক জয়। মানহানির মামলা সেটা বদলাতে পারবে না। #MeToo আন্দোলনকে দল নির্বিশেষে সবারই সমর্থন করা উচিত।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement