এক্সপ্লোর
Advertisement
বাড়ছে করোনা সংক্রমণ, জমায়েত ও গতিবিধি নিয়ন্ত্রণ করতে আজ মধ্যরাত থেকে মুম্বইয়ে জারি ১৪৪ ধারা
৩১ অগাস্টের সরকারি নির্দেশিকাই বহাল। নতুন কোনও নির্দেশিকা জারি করা হয়নি, জানাল মুম্বই পুলিশ।
মুম্বই: সারা দেশের মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে উপরের দিকে রয়েছে মহারাষ্ট্র ও মুম্বই। মধ্য সেপ্টেম্বরেও বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে এবার জমায়েত ও মানুষের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য আজ মধ্যরাত থেকে জারি ১৪৪ ধারা। এক নির্দেশিকায় জানানো হয়েছে, ‘মুম্বই শহরে এখনও করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। সেই কারণে বিধিনিষেধ জারি করা উচিত বলে মনে হয়েছে। ধর্মস্থান সহ যে কোনও জায়গায় এক বা একাধিক ব্যক্তির যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।’
এ বিষয়ে ডিসিপি পিআরও জানিয়েছেন, ‘গত ৩১ অগাস্ট রাজ্য সরকার সাত ধাপে লকডাউন শিথিল করার বিষয়ে যে নির্দেশিকা জারি করে, সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই নতুন নির্দেশিকা জারি করা হল। নতুন করে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি মুম্বই পুলিশ। আনলক সংক্রান্ত ছাড় বহাল। শুধু অবাধ ঘোরাফেরা ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, জরুরি বা অন্যান্য যে কারণগুলির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি ছাড়া এক বা একাধিক ব্যক্তি ঘোরাফেরা করতে পারবেন না। সরকারি কর্মী বা সরকার অধিগৃহীত কোনও সংস্থার কর্মীরা অবশ্য এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকছেন। খাবার, সবজি, দুধ সহ অন্যান্য দোকানগুলি খোলা থাকবে। ব্যাঙ্ক, শেয়ার বাজার সহ সেবি অনুমোদিত সংস্থাগুলিও খোলা থাকবে। এছাড়া হাসপাতাল, ওষুধের দোকান, ডাক্তারখানা, প্যাথলজি ল্যাবরেটরি, মেডিক্যাল নার্সিং কলেজও খোলা থাকবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ট্রাক, টেম্পো ছাড় পাবে। টেলিফোন, ইন্টারনেট পরিষেবা, বিদ্যুৎ, পেট্রোলিয়াম, তেল, সংবাদমাধ্যম, ই-কমার্স ডেলিভারি, জরুরি ও জরুরি নয় এমন পণ্যগুলি সরবরাহের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে।
গতকাল মুম্বইয়ে নতুন করে করোনা আক্রান্ত হন ২,৩৭৮ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের। মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলগুলিতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই কারণেই সতর্ক সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement