(Source: ECI/ABP News/ABP Majha)
Nandigram Security Preparations: নন্দীগ্রামে চলছে নাকা চেকিং, ভিডিওগ্রাফি, হেলিকপ্টারে নজরদারি কমিশনের
বঙ্গভোটযুদ্ধের এই ভরকেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তাগ্রহণ করেছে কমিশন। এলাকায় ঢোকার মুখে শুরু হয়েছে নাকা চেকিং। করা হচ্ছে ভিডিওগ্রাফি । জারি ১৪৪ ধারা। হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে কমিশন।
নন্দীগ্রাম : রাত পোহালেই রাত পোহালেই দ্বিতীয় দফার ৩০ আসনে ভোট। তবে সকলের নজরে নন্দীগ্রাম। টানটান উত্তেজনার মাঝেই আগামীকাল ভোট-যুদ্ধে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। বঙ্গভোটযুদ্ধের এই ভরকেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তাগ্রহণ করেছে কমিশন। এলাকায় ঢোকার মুখে শুরু হয়েছে নাকা চেকিং। করা হচ্ছে ভিডিওগ্রাফি । জারি ১৪৪ ধারা। হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে কমিশন।
নন্দীগ্রামের সবকটি বুথকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে তারা। কমিশন সূত্রে খবর, শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রের ৩৫৫টি বুথের জন্য মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাত, দু’হাজারের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন মোতায়েন থাকবে নন্দীগ্রামে। সমস্ত বুথেই থাকবে মাইক্রো অবজার্ভার। ৭৫ শতাংশ বুথে ওয়েব কাস্টের মাধ্যমে নজরদারি চালানো হবে। নন্দীগ্রামে ১ জন করে সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।
গতকালই নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপি মুখোমুখি হওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুভেন্দু অধিকারী, মিঠুনের সভার পরেই আমগাছিয়ায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, প্রতিবাদে অবরোধ। নামে কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে, নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ।হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার। তৃণমূল আশ্রিত ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অস্বীকার তৃণমূলের। গণধর্ষণের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ।
মঙ্গলবার ফের একবার প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের পদযাত্রা । কয়েকজন দলীয় সমর্থককে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় জামা। মঙ্গলবার সকালে নন্দীগ্রাম বাজার এলাকা থেকে শুরু হয় মীনাক্ষীর পদযাত্রা। সঙ্গে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মিছিলে সামিল হন কংগ্রেস ও আইএসএফ কর্মীরাও।
তারপর থেকেই বঙ্গভোটযুদ্ধের এই ভরকেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তাগ্রহণ করেছে কমিশন। এলাকায় ঢোকার মুখে শুরু হয়েছে নাকা চেকিং। করা হচ্ছে ভিডিওগ্রাফি । জারি ১৪৪ ধারা। হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে কমিশন। এর আগে প্রচারে গিয়ে বারবার নন্দীগ্রামে বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার ৪ জেলার ডিএম-এসপি এবং আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। সূত্রের খবর, নন্দীগ্রামের মতো হেভিওয়েট কেন্দ্রে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীরা ভোট চলাকালীন যখন বুথে বুথে ঘুরবেন, তখন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে, নন্দীগ্রামের ক্ষেত্রে বাড়ানো হচ্ছে সেক্টর অফিসারের সংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী যে নিরাপত্তারক্ষী পান, সেই নিরাপত্তা রক্ষীরাই ভোটের দিন তাঁদের সঙ্গে থাকবেন। সবমিলিয়ে ৪ জেলার মোট ১০ হাজার ৬২০ বুথে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়।