এক্সপ্লোর
সিপিএম বিধায়কের বিরুদ্ধে পার্টি অফিসে যৌন হেনস্থার অভিযোগ ডিওয়াইএফআই নেত্রীর, কেরল পুলিশকে তদন্ত করতে বলল জাতীয় মহিলা কমিশন
![সিপিএম বিধায়কের বিরুদ্ধে পার্টি অফিসে যৌন হেনস্থার অভিযোগ ডিওয়াইএফআই নেত্রীর, কেরল পুলিশকে তদন্ত করতে বলল জাতীয় মহিলা কমিশন NCW directs Ker DGP to probe sexual abuse charge against Shornur MLA সিপিএম বিধায়কের বিরুদ্ধে পার্টি অফিসে যৌন হেনস্থার অভিযোগ ডিওয়াইএফআই নেত্রীর, কেরল পুলিশকে তদন্ত করতে বলল জাতীয় মহিলা কমিশন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/08/23164110/rape.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তিরুঅনন্তপুরম: কেরলে সিপিএম বিধায়ক পি শশীর বিরুদ্ধে ডিওয়াইএফআইয়ের এক নেত্রীর তোলা যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করে দেখতে রাজ্য পুলিশ প্রধানকে নির্দেশ দিল জাতীয় মহিলা কমিশন। এক্ষেত্রে দ্রুত ন্যয়বিচার সুনিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে ব্যাপারে কমিশনকে অবহিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে ডিজিপি লোকনাথ বেহেরাকে। সিপিএম বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগে তারা ‘গভীর ভাবে বিচলিত’ বলে জানিয়েছে কমিশন।
পার্টির যুব শাখার ওই নেত্রীর চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব তদন্ত শুরু করেছে।
জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ এজন্যই গুরুত্বপূর্ণ যে এর আগে রাজ্য মহিলা কমিশন জানিয়ে দেয় যেহেতু যৌন হেনস্থার অভিযোগটি পার্টির কাছে পেশ করা হয়েছে, তাই তারা স্বতঃপ্রণোদিত হয়ে ওই বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। রাজ্যের শিল্পমন্ত্রী ই পি জয়রাজনও একই সুরে বলেন, অভিযোগটি সরকারের কাছে দায়ের করা হয়নি।
জাতীয় মহিলা কমিশন দফায় দফায় ট্যুইট করে বলেছে, তারা কেরলের ডিজিপি ও রাজ্য পুলিশ প্রধানকে লিখিতভাবে অভিযোগের তদন্ত করার নির্দেশ পাঠিয়েছে।
শোরানুরের ওই সিপিএম বিধায়ক পালাক্কাড়ের মানারকৌড়ের পার্টি অফিসে তাঁকে যৌন হেনস্থা করেন বলে দাবি ওই যুবনেত্রীর। ৫ সেপ্টেম্বর এ ব্যাপারে সংবাদপত্রে বেরনো রিপোর্ট পড়েই বিষয়টি হাতে নেয় জাতীয় মহিলা কমিশন।
বিরোধী দল কংগ্রেস যেমন সিপিএমকে দুষছে, তেমনই গতকাল বিজেপি যুবশাখার কর্মীরা গতকালই ওই বিধায়কের বাসভবনে মিছিল করে যায়, তাঁর ইস্তফা চায়, দাবি করে, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)