এক্সপ্লোর
প্রধানমন্ত্রী ওলির দাবির পর অযোধ্যা খুঁজে বার করতে খননকার্য শুরু করবে নেপালের প্রত্নতত্ত্ব বিভাগ
নেপালের পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে যে, প্রধানমন্ত্রী ওলির দাবি অনুযায়ী, আপাতত থোরি গ্রামে খননকার্য শুরু হবে।
নয়াদিল্লি: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দাবি করেছিলেন, আসল অযোধ্যা তাঁদের দেশে অবস্থিত ছিল৷ ভগবান রামও নেপালি ছিলেন৷ ভারতীয় ছিলেন না৷
প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের পর নেপালের পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে যে, তাঁরা খুব শীঘ্রই ভগবান রামের নেপালে জন্ম নিয়ে গবেষণার কাজ শুরু করবে। নেপালের পুরাতত্ত্ব বিভাগের ডিজি দামোদর গৌতম জানিয়েছেন যে, একটি দায়িত্ববান সংস্থা হিসেবে দেশে সাংস্কৃতিক আর ধার্মিক স্থলগুলি নিয়ে পুরাতাত্ত্বিক খনন, অনুসন্ধান এবং বিশ্লেষণ করা হবে। গৌতম বলেছেন, ‘দেশের প্রধানমন্ত্রীর বয়ানের পর আমাদেরও দায়িত্ব রয়েছে কিছু।’
গৌতম জানিয়েছেন, ইতিহাসবিদ, সাংস্কৃতিক বিশেষজ্ঞ, ধার্মিক নেতা, অধ্যাপক আর গবেষকদের সঙ্গে একটি আলোচনাসভার আয়োজন করা হবে। এরপর খননের প্রধান স্থান নির্ধারণ করা হবে। নেপালের পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে যে, প্রধানমন্ত্রী ওলির দাবি অনুযায়ী, আপাতত থোরি গ্রামে খননকার্য শুরু হবে। নেপালের পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে যে, তাঁরা বিগত কয়েক বছর ধরে বারা, ধৌসা আর চিতবন জেলায় খননকার্য চালিয়েছে। এই সমস্ত জেলাই নদীর ধারে অবস্থিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement