এক্সপ্লোর
Advertisement
নির্ভয়া মামলার অপরাধীর স্ত্রী আদালতের বাইরে অজ্ঞান, আত্মহত্যার হুমকি
গতকালই পুনিতা বিহারের ঔরঙ্গাবাদের আদালতে ডিভোর্সের মামলা ঠুকেছেন। তাঁর বক্তব্য, অক্ষয়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। কিন্তু সে নির্দোষ। তিনি বলেন, তিনি অপরাধীর বিধবা স্ত্রীর পরিচয় নিয়ে বাঁচতে চান না। ফাঁসির আগেই ডিভোর্স চান।
নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ড মামলায় টানটান নাটক। পাতিয়ালা হাউস কোর্টের বাইরে মূর্চ্ছা গেলেন নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় অন্যতম দোষী মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের অন্যতম অক্ষয় কুমার সিংহের স্ত্রী পুনিতা দেবী। যাবতীয় আইনি পথ একে একে বন্ধ হচ্ছে ওদের সামনে। সব ঠিক থাকলে কাল ভোর সাড়ে ৫টায় চারজনের ফাঁসি হচ্ছে। তার কয়েক ঘন্টা বাকি থাকতে আদালতের বাইরে তিনি অজ্ঞান হয়ে পড়েন, জ্ঞান ফিরলে আত্মহত্যার হুমকি দেন।
Delhi: Punita Devi, wife of Akshay (a convict in the 2012 Delhi gang-rape case) who has filed a divorce petition in a Bihar court, appeared to have a nervous breakdown and fainted outside Patiala House Court complex, earlier today. pic.twitter.com/DTDBKCd8oB
— ANI (@ANI) March 19, 2020
গতকালই পুনিতা বিহারের ঔরঙ্গাবাদের আদালতে ডিভোর্সের মামলা ঠুকেছেন। তাঁর বক্তব্য, অক্ষয়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। কিন্তু সে নির্দোষ। তিনি বলেন, তিনি অপরাধীর বিধবা স্ত্রীর পরিচয় নিয়ে বাঁচতে চান না। ফাঁসির আগেই ডিভোর্স চান।
আজ পাতিয়ালা আদালতের বাইরে তিনি জ্ঞান হারান। সঙ্গে ছিল কোলের শিশু। কিছুক্ষণ পর চৈতন্য ফিরলে তিনি চটি দিয়ে নিজেকে আঘাত করতে থাকেন। বলেন, আর বাঁচতে চাই না। এবার আত্মহত্যা করব।
নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি ইতিমধ্যে তিনবার পিছিয়ে গিয়েছে। তারা একের পর এক আইনি রক্ষাকবচ প্রয়োগ করে ফাঁসির রাস্তায় বাধা সৃষ্টি করে, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার মা। তাঁর ক্ষোভ, দোষীরা ছাড় পাচ্ছে, ন্যয়বিচার হচ্ছে না মেয়ের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement