এক্সপ্লোর
Advertisement
জৈবিক যুদ্ধের অঙ্গ হিসেবেই করোনা ছড়ানো হয়েছে? প্রমাণ ছাড়া মন্তব্যে নারাজ বিপীন রাওয়াত
সাংবাদিক বৈঠকে করোনা নিয়ে প্রশ্নের জবাবে চিফ অফ ডিফেন্স স্টাফ বলেছেন, ‘সারা বিশ্ব করোনা ভাইরাসের উৎস সন্ধান করছে। সেই উত্তর পাওয়ার আগে বলা ঠিক হবে না যে, জৈবিক যুদ্ধের ফল হল নোভেল করোনা ভাইরাস।’
নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ অনেক দেশই চিনকে দায়ী করলেও, এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত। তাঁর মতে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা উচিত হবে না, জৈবিক যুদ্ধের অঙ্গ হিসেবেই ছড়ানো হয়েছে এই ভাইরাস।
সাংবাদিক বৈঠকে করোনা নিয়ে প্রশ্নের জবাবে চিফ অফ ডিফেন্স স্টাফ বলেছেন, ‘সারা বিশ্ব করোনা ভাইরাসের উৎস সন্ধান করছে। সেই উত্তর পাওয়ার আগে বলা ঠিক হবে না যে, জৈবিক যুদ্ধের ফল হল নোভেল করোনা ভাইরাস।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে করোনা। তিনি চিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক দেশই করোনার উৎস সন্ধানে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে। চিন অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।
করোনা নিয়ে ভারত এখনও পর্যন্ত চিনের বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ভারত এখন করোনা মোকাবিলার উপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে। পরে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ খোঁজা যাবে। চিফ অফ ডিফেন্স স্টাফের মন্তব্যেও তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাঁর আশা, ভারতের বিজ্ঞানীরা শীঘ্রই ভ্যাকসিন আবিষ্কার করবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement