এক্সপ্লোর
Advertisement
লোকে এই সুযোগে তাদের রাগ দেখাচ্ছে, ঠগস অফ হিন্দোস্তান-এর ব্যর্থতা নিয়ে মুখ খুললেন আমির
মুম্বই: দর্শকের কোনও ছবি অপছন্দ করার অধিকার আছে, ঠগস অফ হিন্দোস্তান-এর যে এত সমালোচনা হচ্ছে, তার কারণও মানুষের ক্রোধ। বললেন আমির খান। গত বছর দীপাবলীর সময় মুক্তি পায় ঠগস অফ হিন্দোস্তান। অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফের মত তারকাখচিত হওয়া সত্ত্বেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
শুধু ফ্লপ হওয়াই নয়, মারাত্মক সমালোচনার মুখোমুখি হয় বলিউডের ইতিহাসে সবথেকে ব্যয়বহুল এই ছবি। যদিও আমির ব্যর্থতার জন্য পরিচালক বিজয়কৃষ্ণ আচার্যকে দোষ দিতে রাজি নন। তিনি বলেছেন, যত পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন, তাঁরা সকলে ভাল, তাঁদের লক্ষ্যও ভাল ছিল। সকলে চান ভাল ছবি করতে কিন্তু সব সময় তো সব কিছু ইচ্ছেমত ঘটে না। ছবি করা রীতিমত কঠিন। তিনি দলগত খেলায় বিশ্বাসী, পরিচালক যদি কোনও ক্ষেত্রে ভুল করেন, তবে সেই ভুলের দায় তাঁরও। এই ভুলের থেকে শিক্ষা নেবেন তাঁরা, আমির বলেছেন।
আমিরের আরও বক্তব্য, তাঁর নাম শুনেই দর্শক ছবি দেখতে এসেছিলেন, তাই এর যাবতীয় দায় তাঁর। দর্শকের প্রতি তাঁর সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। তবে একটা অংশের আবার বক্তব্য, ঠগস অফ হিন্দোস্তান যতটা খারাপ বলা হয়েছে, ততটা নয়, এত সমালোচনা অর্থহীন। আমির বলেছেন, এই ভিন্ন মতের কথা তিনি জানেন কিন্তু যাঁদের ভাল লাগেনি, তাঁদের বিচার করতে তিনি চান না। দর্শকের নিজেদের পছন্দ বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে, তারা কঠোর সমালোচনাও করতে পারে, এটা অধিকার। আর এই সমালোচনার মধ্যে যদি নিষ্ঠুরতাও লুকিয়ে থাকে, থাকুক।
আমির বলেছেন, দীর্ঘদিন কোনও ফ্লপ ছবি দেননি তিনি। তাই এতদিনে লোকে তাদের রাগ দেখানোর জায়গা পেয়েছে, সেটাও একদিন থেকে ভাল। কারণ বহুদিন তিনি ব্যর্থতার স্বাদ পাননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement