PepsiCo on Kargil Diwas: ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রতি শ্রদ্ধার্ঘ্য, লিমিটেড এডিশন ক্যান বাজারে আনছে পেপসি
Kargil Vijay Diwas: কার্গিল বিজয় দিবসে দেশের বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাল পেপসিকো ইন্ডিয়া।
নয়াদিল্লি: কার্গিল বিজয় দিবসে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিমিটেড এডিশন ক্যান লঞ্চ করার কথা ঘোষণা করল পেপসিকো ইন্ডিয়া। এক বিবৃতিতে পেপসিকো ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কার্গিলের ‘শেরশাহ’ হিসেবে পরিচিত ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে এই লিমিটেড এডিশন ক্যান লঞ্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য জীবন উৎসর্গ করেন। তিনি পেপসির স্লোগান ‘ইয়ে দিল মাঙ্গে মোর’-কে অমর করে তুলেছেন। এই লিমিটেড এডিশন ক্যানে কিউ আর কোড রয়েছে। সেই কিউ আর কোড স্ক্যান করে সাধারণ মানুষ ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। অগাস্ট থেকে কয়েকটি ই কমার্স চ্যানেলে এই লিমিটেড এডিশন ক্যান পাওয়া যাবে।’
পেপসিকো ইন্ডিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘ক্যাপ্টেন বিক্রম বাত্রার যমজ ভাই বিশাল বাত্রা নানা ঘটনার কথা জানিয়েছেন। তাঁর বলা নানা ঘটনার ভিত্তিতেই ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের গল্প তুলে ধরা হয়েছে। পাসিং আউট প্যারেড থেকে শুরু করে পয়েন্ট ৪৮৭৫ (এখন এই পিক-এর নামকরণ করা হয়েছে ‘বাত্রা টপ’) পুনরুদ্ধার করা পর্যন্ত নানা ঘটনা তুলে ধরা হয়েছে। বীর সেনা ক্যাপ্টেন বাত্রার জীবনের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে।’
পেপসিকো ইন্ডিয়া তাঁর ভাইকে শ্রদ্ধা জানানোয় স্বভাবতই খুশি বিশাল বাত্রা। তিনি জানিয়েছেন, ’২২ বছর আগে রেডিওতে ভেসে এসেছিল বিক্রমের শক্তিশালী কণ্ঠ। সেই কণ্ঠস্বর দেশের সব বয়সের মানুষকেই অনুপ্রাণিত করেছিল। বিক্রম বলেছিল, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’। পেপসি যে ওর আত্মত্যাগ ও সাহসের কথা তুলে ধরছে, তাতে আমি একইসঙ্গে গর্বিত ও কৃতজ্ঞ।’
বিশাল বাত্রা আরও জানিয়েছেন, ‘আমার ভাইয়ের জীবনের গল্প বলতে গিয়ে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। অনেক পুরনো ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল। ওর বীরত্বের গল্প কোটি কোটি ভারতীয়কে অনুপ্রাণিত করবে এবং সীমান্তে থাকা সাহসী জওয়ানদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে। আমরা যাতে বাড়িতে নিরাপদে থাকতে পারি, তার জন্যই জওয়ানরা সীমান্তে আত্মত্যাগ করেন।’