Petrol-diesel price hike: ভোটের ফল ঘোষণার পরই ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
৫ রাজ্যে ভোটের ফল ঘোষণার পরই ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
কলকাতা: ৫ রাজ্যে ভোটের ফল ঘোষণার পরই ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১৪ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ১৭ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে, ৯০ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯০.৯৫ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০.৯১ টাকা।দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ পয়সা ও ডিজেলে প্রতি লিটারে ১৬ পয়সা দাম বেড়েছে।
প্রায় মাস দুয়েক তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের মূল্য সংশোধন করেনি। আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের মূল্য প্রায় ৬৭ মার্কিন ডলারের আশেপাশে ঘোরাফেরা করলেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়নি। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণার পরই দাম বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ভোটের পরই দাম বাড়াতে পারে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল। জানানো হয়েছিল, লোকসান মেটাতে কয়েক দফায় ২-৩ টাকা দাম বাড়াতে হতে পারে। মে মাসের প্রথম সপ্তাহেই দাম বাড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল।
২৭ ফেব্রুয়ারি থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। অন্যদিকে, মার্চ ও এপ্রিলে চারবার জ্বালানির দাম কিছুটা কমেছিল।
গত ১৫ এপ্রিল পেট্রোলের দাম লিটারে ১৬ পয়সা ও ডিজেলে প্রতি লিটারে ১৪ পয়সা দাম কমানো হয়েছিল। ছয় মাস টানা দাম বাড়ার পর এর আগের তিন সপ্তাহের মধ্যে চতুর্থবার দাম কমানো হয়েছিল।
উল্লেখ্য, রবিবারই পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। অসমে শক্তি কমলেও ক্ষমতায় প্রত্যাবর্তন হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোটের। তামিলনাড়ুতে ডিএমকে-জোট ক্ষমতায় ফিরেছে। কেরলে ক্ষমতা ধরে রেখেছে বামেরা। পুদুচেরি-তে সরকার গড়ছে বিজেপি নেতৃত্বাধীন জোট।
বিস্তারিত আসছে....