Petrol Price Cut Jharkhand : ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কমছে লিটারে ২৫ টাকা
Petrol Price: আজ ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের ২ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে পেট্রোলের দাম লিটারে ২৫ টাকা কমানোর কথা ঘোষণা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ফলে বহু মানুষ স্বস্তি পাচ্ছেন।
রাঁচি: ঝাড়খণ্ডে পেট্রোলের দাম লিটারপ্রতি ২৫ টাকা কমছে। তবে তা শুধু স্কুটার ও বাইকের ক্ষেত্রে। আজ এই ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানিয়েছেন, ‘ঝাড়খণ্ড সরকার মোটরসাইকেল ও স্কুটার আরোহীদের ক্ষেত্রে পেট্রোলের দাম ২৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম কার্যকর হবে ২৬ জানুয়ারি থেকে।’
২০১৯-এর বিধানসভা নির্বাচনে জয় পেয়ে ঝাড়খণ্ডে ক্ষমতায় আসে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের জোট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৩০টি আসন পায়। কংগ্রেস ও আরজেডি ১৬টি আসন পায়। পরে ঝাড়খণ্ড বিকাশ মোর্চার দুই বিধায়ক কংগ্রেসে যোগ দেন। আজ হেমন্ত সোরেন সরকারের দু’বছর পূর্তি হল। সেই উপলক্ষে আজ পেট্রোলের দাম কমানোর কথা ঘোষণা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
হেমন্ত সোরেন ট্যুইট করে বলেছেন, ‘পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গরিব ও মধ্যবিত্তরা। সেই কারণেই রাজ্য সরকার দু’চাকার গাড়ির ক্ষেত্রে পেট্রোলের দাম লিটারপ্রতি ২৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।’
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমানোর কথা ঘোষণা করে। পেট্রোলে পাঁচ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমানো হয়। এরপর ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারও পেট্রোল-ডিজেলে কর কমানোর কথা ঘোষণা করে। বিজেপি-শাসিত রাজ্যগুলির পাশাপাশি আরও কয়েকটি রাজ্য এই পথে হাঁটে। সাধারণ মানুষের যাতে সুরাহা হয়, তার জন্যই কেন্দ্র ও রাজ্য সরকারগুলি এই সিদ্ধান্ত নেয়। তবে ঝাড়খণ্ড সরকার যেভাবে পেট্রোলের দাম একলাফে ২৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিল, সেটা অন্য কোনও রাজ্য সরকার করেনি।
পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য সরকার অবশ্য নতুন করে পেট্রোল ও ডিজেলের উপর কর কমায়নি। আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৪.৬৭ টাকা এবং ডিজেল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা।