এক্সপ্লোর
Advertisement
আগে কৃষকদের ঋণ নিতে বাধ্য করেছে, এখন সেই ঋণ মকুব করে মানুষকে ভুল বোঝাচ্ছে: ঝাড়খণ্ডের জনসভায় কংগ্রেসকে বিঁধলেন মোদি
ডালটনগঞ্জ: মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড় নির্বাচনে পালে হাওয়া টানতে কংগ্রেসের অস্ত্র ছিল কৃষিঋণ মকুব করে দেওয়ার প্রতিশ্রুতি। ভোটে জেতার পর সে-কথা রেখেওছে কংগ্রেস। কিন্তু এর মাধ্যমে কংগ্রেস আসলে ভুল বোঝাচ্ছে সাধারণ মানুষকে, আরও একবার ঝাড়খণ্ডের জনসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগে কংগ্রেস সরকার কৃষকদের ঋণ নিতে বাধ্য করেছে, এখন সেই ঋণ মকুব করে মানুষকে ভুল বোঝাচ্ছে। শনিবার রাজ্যে ২ হাজার ৩৯১ কোটি টাকার সেচ প্রকল্পের শিলান্যাস করলেন নরেন্দ্র মোদি। এই প্রকল্পের সুফল ভোগ করবে ১৯ হাজার ৬০৪ হেক্টর কৃষিজমি। উত্তর কোয়েল নদীর উপর মণ্ডল বাঁধের উপর এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ১৯৭২ এ। ১৯৯৩তে তা বন্ধ হয়ে যায়। এই প্রকল্পের কাজ শেষ হলে উপকৃত হবে বিহার ও ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলার কৃষকরা।
প্রকল্পের শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা কৃষকদের অন্নদাতা বলে মনে করেন, আগের সরকারের মতো ভোট ব্যাঙ্ক পোক্ত করার অস্ত্র হিসেবে ব্যবহার করেন না। তিনি মনে করিয়ে দেন এনডিএ সরকার স্বচ্ছতায় বিশ্বাসী, এখানে কোনও মধ্যসত্ত্বভোগীদের জায়গা নেই। এদিন নরেন্দ্র মোদি পাঁচ জনের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি বাড়ির চাবি তুলে দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement