এক্সপ্লোর
Advertisement
কিছুক্ষণ পরেই মাস্ক খোলার ইচ্ছা হচ্ছে? চিকিৎসক, নার্স, করোনা-যোদ্ধাদের কথা ভাবুন, ‘মন কি বাত’-এ মোদি
এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২ জন।
নয়াদিল্লি: বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ আজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্ণিশ জানিয়েছেন।
সাধারণ মানুষের উদ্দেশে মোদি বলেছেন, ‘এরকম একটি সময়ে আপনাদের যখনই মনে হবে মাস্ক পরে থাকতে ভাল লাগছে না, খুলে ফেলার ইচ্ছা হচ্ছে, তখন চিকিৎসক, নার্স ও করোনা-যোদ্ধাদের কথা ভাবুন। তাঁরা ঘণ্টার পর ঘণ্টা ধরে মাস্ক পরে থাকছেন এবং অন্যদের জীবন বাঁচানোর জন্য কাজ করে চলেছেন। তাঁরা আট থেকে দশ ঘণ্টা মাস্ক পরে থাকছেন। তাঁদের কষ্ট হচ্ছে না?’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়েছি। কিন্তু এখনও করোনা ভাইরাসের বিপদ কাটেনি। অনেক জায়গাতেই দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাস। আমাদের সতর্ক থাকতে হবে। সবাইকে মাস্ক পরে থাকতে হবে, অন্যদের সঙ্গে দু’গজ দূরত্ব বজায় রাখতে হবে, বারবার হাত ধুতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না এবং পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগুলিই আমাদের অস্ত্র।’
এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮,৬৬১ জন। মৃত্যু হয়েছে ৭০৫ জনের। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেই কারণেই দেশবাসীকে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement