এক্সপ্লোর
লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা, তিন বাহিনীর প্রধান, সিডিএস, এনএসএ-র সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে পূর্ব লাদাখের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবহিত করা হয়েছে।
![লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা, তিন বাহিনীর প্রধান, সিডিএস, এনএসএ-র সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর PM Modi Meets NSA, CDS, 3 Service Chiefs Over India-China Stand-off In Ladakh লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা, তিন বাহিনীর প্রধান, সিডিএস, এনএসএ-র সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/27043633/pm-narendra-modi-1576125965.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে আজ এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধান। যে কোনওরকম হামলা ঠেকানোর প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে পূর্ব লাদাখের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবহিত করা হয়েছে। যদিও সরকারিভাবে জানানো হয়েছে, এই বৈঠকের আলোচ্য বিষয়বস্তু পূর্বনির্ধারিত ছিল। সেনাবাহিনীর সংস্কার এবং ভারতের লড়াই করার ক্ষমতা বাড়ানোর উপায় নিয়েই আলোচনা হয়।
সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর চার শীর্ষ জেনারেল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে লাদাখের প্যাঙ্গং লেক, গালোয়ান উপত্যকা, ডেমচক ও দৌলত বেগ ওলদি অঞ্চলের পরিস্থিতির বিষয়ে অবহিত করেন। এই অঞ্চলে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে গত ২০ দিন ধরে উত্তেজনা অব্যাহত। এরপর আজ এই উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীকে লাদাখের বর্তমান পরিস্থিতির বিষয়ে জানানো হয়েছে। ভারতের উপর চিনের সামরিক চাপ দেওয়ার কৌশল কাজে দেবে না। আমরা সীমান্তে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে চাই। প্রধানমন্ত্রীকে চিন সীমান্তে পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়িত করার অনুরোধ জানানো হয়েছে। চিন সীমান্তে পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের কাজ বন্ধ করবে না ভারত।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)