এক্সপ্লোর
Advertisement
দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৪৫০-এ ৪৪৯ নম্বর! পরিবারে চরম আর্থিক অনটন, আদৌ আর পড়াশোনা হবে পঞ্জাবের এই মেয়ের?
সিমরনজিৎ এই ফলে খুশি তো বটেই, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভাল না হওয়ার এরপর তিনি কী নিয়ে পড়বেন, তা ঠিক করতে পারছেন না এখনই।
নয়াদিল্লি: পঞ্জাবের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে দু’দিন দেরি করে। বুধলাদার সিমরনজিৎ কউর নামের এক ছাত্রীর রেজাল্ট দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। সে ৪৫০ নম্বরের পরীক্ষায় পেয়েছে মোট ৪৪৯ নম্বর। সিমরনজিতের ইলেকটিভ বিষয় হিসাবে ছিল অঙ্ক, অর্থনীতি, ফাইন আর্টস। আর কম্পালসারি বিষয় ছিল ইংরাজি, পঞ্জাবি এবং এনভায়রনমেন্ট স্টাডিজ। পঞ্জাবি এবং এনভায়রনমেন্ট স্টাডিজে তিনি ফুল মার্কস পেয়েছেন। একমাত্র ইংরাজিতে এক নম্বর কম পেয়েছেন। সিমরনজিৎ এই ফলে খুশি তো বটেই, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভাল না হওয়ার এরপর তিনি কী নিয়ে পড়বেন, তা ঠিক করতে পারছেন না এখনই।
গভর্মেন্ট গার্লস সিনিয়র সেকেন্ডারি স্মার্ট স্কুলের প্রিন্সিপাল মুকেশ কুমার বলেন, ‘ও খুব উজ্জ্বল ছাত্রী। দশম শ্রেণির পরীক্ষাতেও ও খুব ভালো ফল করেছিল। আমরা ওকে নিয়ে শিক্ষক হিসাবে খুব গর্বিত।’
কোভিড মহামারীর কারণে এ বছর ইলেকটিভ বিষয়ের পরীক্ষাগুলি হতে পারেনি। গত সেপ্টেম্বরে স্কুলের পরীক্ষায় সিমরন একশো শতাংশ নম্বর পেয়েছিলেন। সেই নম্বরই গড় হিসেবে প্রাপ্ত হয়েছে সিমরনের।সিমরনের বাবা সৎনাম সিং একজন চিত্রগ্রাহক। নানা সামাজিক অনুষ্ঠানে তিনি ছবি তোলেন। কিন্তু করোনা আবহে সামাজিক অনুষ্ঠান সবই বন্ধ। তাই আর্থিক অনটন রয়েছে। সিমরনের দুই বোন এবং এক ভাই আছে। মা গৃহকর্ম দেখেন। বাড়ির সকলেই খুব খুশি মেয়ের এই ফলে।
প্রিন্সিপাল মুকেশ কুমার জানিয়েছেন, তিনি সিমরনকে শুভেচ্ছা জানাতে তাদের বাড়ি গিয়েছিলেন। কিন্তু আর্থিক অবস্থা ভাল নয় বলে সিমরন এরপর কী পড়বে, কলেজ ভর্তি হবে কিনা, তা নিয়ে নিশ্চিত ভাবে কেউ কিছু জানাতে পারেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
খবর
Advertisement