এক্সপ্লোর
PUBG Mobile India Release: বেসরকারি সংস্থা হিসেবে নথিভুক্ত হল, ভারতে ফিরছে পাবজি
PUBG Mobile Game returns to India. | নতুন করে এদেশে এই মোবাইল গেম চালু হতে আর কোনও বাধা নেই।

নয়াদিল্লি: পাবজি-প্রেমীদের জন্য সুখবর। ভারতে ফিরছে এই মোবাইল গেম। ভারতে বেসরকারি সংস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে পাবজি। ফলে নতুন করে এদেশে এই মোবাইল গেম চালু হতে আর কোনও বাধা নেই। কর্পোরেট বিষয়ক মন্ত্রকে নথিভুক্ত হয়েছে পাবজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এটি পাবজি কর্পোরেশনের ভারতীয় সহযোগী সংস্থা। ভারতে নতুন করে যে মোবাইল গেম চালু হচ্ছে, সেটির নাম হচ্ছে ‘পাবজি মোবাইল ইন্ডিয়া’। প্রাথমিকভাবে বিনিয়োগের পরিমাণ পাঁচ লক্ষ টাকা। মূলধন ১৫ লক্ষ টাকা। শুরুতে শুধু অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেই পাওয়া যাবে এই গেম।
এ মাসের ২১ তারিখ ভারতে বেসরকারি সংস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে পাবজি। নতুন সংস্থার ডিরেক্টর হয়েছেন শন সোহন ও কুমার কৃষণ আয়ার। নতুন সংস্থাটি বেঙ্গালুরুতে নথিভুক্ত হয়েছে। ফলে ভারতে পাবজির সহযোগী সংস্থার সদর দফতর হতে চলেছে বেঙ্গালুরু। পাবজি-প্রেমীরা ‘ট্যাপ ট্যাপ’ অ্যাপের মাধ্যমে আগাম রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। পাবজি মোবাইল ইন্ডিয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে?
এ মাসের ২১ তারিখ ভারতে বেসরকারি সংস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে পাবজি। নতুন সংস্থার ডিরেক্টর হয়েছেন শন সোহন ও কুমার কৃষণ আয়ার। নতুন সংস্থাটি বেঙ্গালুরুতে নথিভুক্ত হয়েছে। ফলে ভারতে পাবজির সহযোগী সংস্থার সদর দফতর হতে চলেছে বেঙ্গালুরু। পাবজি-প্রেমীরা ‘ট্যাপ ট্যাপ’ অ্যাপের মাধ্যমে আগাম রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। পাবজি মোবাইল ইন্ডিয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে? - প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে এপিকে লিঙ্কের মাধ্যমে ট্যাপ ট্যাপ অ্যাপ ডাউনলোড করতে হবে
- এরপর ট্যাপ ট্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে বা নতুন করে সাইন ইন করতে হবে
- লগ ইন করার পর পাবজি মোবাইল ইন্ডিয়া সার্চ করলেই গেমটি পাওয়া যাবে
- গেমটি খুঁজে পেলে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















