এক্সপ্লোর
Advertisement
মহিলাদের নিরাপত্তায় উদ্যোগী স্বরাষ্ট্র মন্ত্রক, কলকাতা সহ ৮ শহরে নামবে মহিলা পুলিশের বিশেষ দল
নয়াদিল্লি: কলকাতা সহ দেশের ৮টি বড় শহরে মহিলাদের নিরাপত্তায় টহল দেবে মহিলা পুলিশের বিশেষ দল। এ জন্য প্রায় ৩,০০০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিপদে পড়া মহিলাদের সাহায্যের জন্য থাকবে পাবলিট সেফটি বাটনও।
এই উওমেন সেফ সিটি প্রজেক্টের আওতায় থাকছে মহিলা ও শিশুদের জন্য ট্রানজিট ডরমিটরি, রাস্তায় স্মার্ট এলইডি, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও ফরেনসিক আর সাইবার ক্রাইম সেল। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমদাবাদ ও লখনউয়ে ২০১৮-১৯ থেকে ২০২০-২০২১-এর মধ্যে এই প্রকল্প চালু হবে। নির্ভয়া ফান্ড থেকে এ জন্য বরাদ্দ করা হয়েছে ২,৯১৯.৫৫ কোটি টাকা। দিল্লির রাস্তায় কুখ্যাত নির্ভয়া গণধর্ষণের পর ২০১৩ সালে চালু হয় নির্ভয়া ফান্ড, মহিলাদের নিরাপত্তার জন্য।
এই প্রকল্প চালুর জন্য কলকাতার জন্য বরাদ্দ হয়েছে ১৮১.৩২ কোটি টাকা, দিল্লির জন্য ৬৬৩.৬৭ কোটি টাকা, মুম্বইয়ের জন্য ২৫২ কোটি টাকা, চেন্নাই পাবে ৪২৫.০৬ কোটি, আমদাবাদের জন্য ২৫৩ কোটি, বেঙ্গালুরুর জন্য ৬৬৭ কোটি, হায়দরাবাদ পাবে ২৮২.৫০ কোটি এবং লখনউ ১৯৫ কোটি। প্রতিটি শহর নিজের প্রয়োজনমত মহিলা নিরাপত্তায় ব্যবস্থা নেবে। মহিলা পুলিশ দলের নাম হবে শি-টিম, দরকারমত দ্রুত পদক্ষেপ করার জন্য এমার্জেন্সি রেসপন্স ভেহিকল তাদের সঙ্গে থাকবে।
এর ফলে শহরের বিপজ্জনক জায়গাগুলিতে বসানো হবে স্মার্ট এলইডি স্ট্রিটলাইট, সিসিটিভি ক্যামেরা ও সে জন্য কন্ট্রোল সেন্টার, বাসে থাকবে পাবলিক সেফটি বাটন, যাতে বিপদে পড়লে মহিলারা সেই বোতাম টিপে নিকটস্থ পুলিশ স্টেশনে সে কথা জানাতে পারেন। থাকবে মহিলাদের জন্য বিশেষ টয়লেটও। এছাড়া থানাগুলিতে থাকবে মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক ও দরকারে কাউন্সেলিংয়ের ব্যবস্থা। এর ফলে মহিলাদের থানায় সাহায্য চাওয়ার জড়তা কাটবে বলে আশা করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement