ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়ন হলেন সিন্ধু, অভিনন্দন রাষ্ট্রপতি, মোদী-মমতার
সুইৎজারল্যান্ডের বাসেলে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস পি ভি সিন্ধুর।
বাসেল: সুইৎজারল্যান্ডের বাসেলে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস পি ভি সিন্ধুর। মহিলাদের ফাইনালে জাপানের ওকুহারাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন হায়দরাবাদের এই ব্যাডমিন্টন তারকা। আর সিন্ধুর এই জয়ের সুবাদেই ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত। ব্যাডমিন্টনে এই প্রথম কোনও বিশ্বচ্যাম্পিয়ন পেল দেশ।
Hyderabad: Family of PV Sindhu celebrates after she became the first Indian to win BWF World Championships gold medal in Basel, Switzerland. #Telangana pic.twitter.com/TgqAY9e3ea
— ANI (@ANI) August 25, 2019
মহিলাদের ফাইনালে ওকুহারাকে ২১-৭, ২১-৭ ফলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পি ভি সিন্ধু। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতের ২৪ বছরের এই মহিলা শাটলার। এই নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে ১৬ বার মুখোমুখি হয়েছিলেন সিন্ধু ও ওকুহারা। নবমবার ওকুহারাকে হারালেন সিন্ধু।
PV Sindhu beats Japan's Nozomi Okuhara 21-7, 21-7; becomes 1st Indian to win BWF World Championships gold medal. (file pic) pic.twitter.com/SNHfvka84A
— ANI (@ANI) August 25, 2019
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর কোচ পুলেল্লা গোপীচাঁদকে ধন্যবাদ জানিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনার পদক নিজের মা-কে উৎসর্গ করলেন পিভি সিন্ধু। তিনি বলেন, “ভারতীয় হিসেবে আমি গর্বিত। আজ মায়ের জন্মদিন। এই পদক তাঁকেই উৎসর্গ করলাম।”
Highlights | @Pvsindhu1 ???????? fulfills a perfect week in Basel securing the first world title of her career ????
Follow LIVE: https://t.co/WYFILldUvo#TOTALBWFWC2019 #Basel2019 pic.twitter.com/wDdxK1aVly — BWF (@bwfmedia) August 25, 2019
ভারতীয় শাটলারের এই জয়ে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন চেতন আনন্দ এবিপি আনন্দকে বললেন, “খুব খুশি। ব্যাডমিন্টনেও ভারতের গর্বের দিন। অনেক পদকই এসেছে, তবে প্রথমবার সোনা জয়ের জন্য সিন্ধুকে অভিনন্দন।” বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধুকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ট্যুইট শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
Congratulations @Pvsindhu1 for winning the BWF World Championship. This is a proud moment for the entire country. Your magic on the court, hardwork and perseverance enthralls and inspires millions. Best wishes World Champion for all your future battles #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 25, 2019
The stupendously talented @Pvsindhu1 makes India proud again!
Congratulations to her for winning the Gold at the BWF World Championships. The passion and dedication with which she’s pursued badminton is inspiring. PV Sindhu’s success will inspire generations of players. — Narendra Modi (@narendramodi) August 25, 2019
Congratulations to @Pvsindhu1 on becoming the first Indian to win the #BWFWorldChampionships. You make every Indian proud. Keep winning
প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জেতার জন্য @Pvsindhu1 কে অভিনন্দন। সারা দেশ আজ তোমার কৃতিত্বে গর্বিত। জিততে থাকো* — Mamata Banerjee (@MamataOfficial) August 25, 2019