এক্সপ্লোর
Advertisement
রাফালে: মোদীর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ রাহুলের, মিথ্যা বলাই ওঁর রাজনৈতিক দর্শন, পাল্টা বিজেপি
জয়পুর: সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফালে যুদ্ধবিমান ডিলে দুর্নীতি করার অভিযোগ রাহুল গাঁধীর। রাফালে নির্মাতা ফরাসি সংস্থাটি স্থানীয় পার্টনার হিসাবে ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির কোম্পানিকে বেছে নিয়েছে। আজ রাজস্থানে আগামী বিধানসভা নির্বাচনের ভোটপ্রচার শুরু করে কংগ্রেস সভাপতি সরাসরি বলেন, প্রধানমন্ত্রী নিজের ‘বন্ধু’ অনিল আম্বানিতে ‘বরাত’ পাইয়ে দিয়েছেন, পক্ষপাতিত্ব করেছেন তাঁর প্রতি।
দেশের অফসেট পলিসি অনুসারে বিদেশি নির্মাতাদের সরকারের সঙ্গে প্রতিরক্ষা ডিল সই হওয়ার সময় ভারতীয় কোম্পানিকে সঙ্গে নিতে হয়।
অনিল আম্বানি গতকালই কংগ্রেস সভাপতির অভিযোগ অস্বীকার করে বলেন, ফরাসি কোম্পানিটির স্থানীয় পার্টনার হিসাবে তাঁর সংস্থাকে বেছে নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনও ভূমিকাই ছিল না।
রাহুল আজ দলীয় কর্মীদের সভায় দাবি করেন, রাফালে ডিল ইঞ্জিনিয়ার সমেত ভারতীয় যুবকদের কাজ ছিনিয়ে নিয়েছে কেননা বিমানগুলি তৈরি হবে বিদেশে।
২০১৫ সালে ৩৬টি রাফালে কেনার জন্য ফ্রান্সের সঙ্গে সরকারি স্তরে চুক্তিতে সই করে ভারত।
রাহুলের এও অভিযোগ, রাফালের যে দাম বর্তমানে স্থির হয়েছে, তা কংগ্রেস নেতৃত্বাধীন পূর্বতন সরকারের আমলে ঠিক হওয়া দামের প্রায় তিনগুণ। মোদীর ‘দুর্নীতি’ সময় হতেই বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি। কংগ্রেস সভাপতি এও বলেন, প্রতিদিন দেশে কাজ পায় মাত্র ৪৫০ জন যুবক, যেখানে চিন প্রতি ২৪ ঘন্টায় ৫০০০০ লোকের জন্য কাজ তৈরি করেছে। আমাদের যুবকরা চিনাদের থেকে বেশি সত্, যোগ্য, দক্ষ, কিন্তু এটাই লজ্জার যে, দুটি দেশের জনসংখ্যা প্রায় সমান হওয়া সত্ত্বেও তারা খুব অল্প সুযোগ পাচ্ছে।
পাল্টা রাহুলকে তোপ দেগে বিজেপি মুখপাত্র অনিল বালুনি বলেন, প্রতিটি ইস্যুতে মিথ্যাচার, এটাও ওনার রাজনীতি। একাধিক নির্বাচনে মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে, আবারও করবে।
বালুনি বলেন, যেন তেন প্রকারেণ ক্ষমতা পেতে মরিয়া হয়ে উঠেছেন রাহুল গাঁধী। প্রতিটি ইস্যুতে মিথ্যা বলাই ওঁর রাজনৈতিক দর্শন। উনি বারবার যে অভিযোগগুলি তুলছেন, সেসব যথার্থ, জবরদস্ত তথ্যপ্রমাণ সহযোগে খারিজ করা হয়েছে। কিন্তু হয় তিনি সেটা বুঝতে পারছেন না অথবা ওনার বোঝার ক্ষমতা নেই।
রাহুল সবসময় সরকারের দিকে কাদা ছোঁড়ার রাজনীতি করেছেন, রাজনৈতিক সংস্কৃতিকে নীচে নামিয়েছেন বলেও অভিযোগ করেন বিজেপি মুখপাত্রটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement