এক্সপ্লোর
Advertisement
কাল মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাহুল, সনিয়া, থাকবেন দেশি-বিদেশি মিলিয়ে ৮ হাজারের বেশি অতিথি, ডিনারে ‘ডাল রাইসিনা’
মোদি নিজের শপথ অনুষ্ঠানে বিরোধী শিবিরের নেতা, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের থাকার আবেদন করে আমন্ত্রণ পাঠিয়েছেন। প্রচুর বিদেশি রাষ্ট্রনেতাও আসছেন কাল। আসছেন বিমস্টেক গোষ্ঠীর নেতারা, মরিশাসের প্রধানমন্ত্রী, কিরখিজস্তানের প্রেসিডেন্ট।
নয়াদিল্লি: বৃহস্পতিবার নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন রাহুল গাঁধী, সনিয়া গাঁধী। কংগ্রেস সূত্রের খবর, প্রধানমন্ত্রী যাঁদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পাঠিয়েছেন, তাঁদের মধ্যে কংগ্রেস সভাপতি ও ইউপিএ চেয়ারপার্সন আছেন। দুজনেই আমন্ত্রণ গ্রহণ করে কাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও অনুষ্ঠানে থাকবেন। থাকছেন না ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
লোকসভা ভোটের প্রচারে তীব্র বাকযুদ্ধ হয়েছে রাহুল, মোদির। এমনকী রাহুলের প্রয়াত পিতা রাজীব গাঁধীকেও এক নম্বর দুর্নীতিগ্রস্ত তকমা দিয়ে কংগ্রেসকে প্রচারে আক্রমণ করেছেন মোদি। পাল্টা জবাব দিয়েছেন রাহুল, প্রিয়ঙ্কা গাঁধী। নির্বাচনে বিপুল জনাদেশের জোরে দ্বিতীয়বার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন মোদি। অতীতে এই কৃতিত্ব ছিল কেবল জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধীর।
অন্যদিকে মাত্র ৫২টি আসন পেয়ে বিরাট ভরাডুবি হয়েছে কংগ্রেসের, যার জেরে সভাপতি পদ ছাড়তে অনড় রাহুল।
মোদি নিজের শপথ অনুষ্ঠানে বিরোধী শিবিরের নেতা, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের থাকার আবেদন করে আমন্ত্রণ পাঠিয়েছেন। প্রচুর বিদেশি রাষ্ট্রনেতাও আসছেন কাল। আসছেন বিমস্টেক গোষ্ঠীর নেতারা, মরিশাসের প্রধানমন্ত্রী, কিরখিজস্তানের প্রেসিডেন্ট। সব মিলিয়ে কাল থাকছেন বহু ভিভিআইপি সহ ৮ হাজারের বেশি অতিথি। শপথ অনুষ্ঠানের পর বিদেশি অতিথিদের জন্য ডিনারের আয়োজন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে পরিবেশন করা হবে রাষ্ট্রপতি ভবনের বিশেষ আইটেম ‘ডাল রাইসিনা’। এটি তৈরি হয় প্রায় ৪৮ ঘন্টা ধরে, এর প্রধান উপকরণগুলি আনা হয় লখনউ থেকে। থাকবে পনির টিক্কাও।
রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, শপথ অনুষ্ঠান হবে প্রায় ৯০ মিনিটের। তারপরই উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী, বিমস্টেক নেতারা সহ প্রায় ৪০ জন অতিথিকে নৈশভোজ দেবেন রাষ্ট্রপতি। এই প্রথম ৮ হাজার অতিথি কোনও প্রধানমন্ত্রীর শপথ অনু্ষ্ঠানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। অতীতে সংখ্যাটা ছিল ৪৫০০ থেকে ৫০০০ এর মধ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement