এক্সপ্লোর
মধ্যপ্রদেশে কমলনাথই? ঘোষণা হতে পারে রাতেই, দুই দাবিদারের সঙ্গে ছবি ট্যুইট রাহুলের, কোনও লড়াই নেই, জনগণের সেবা করাই আসল কথা, বললেন জ্যোতিরাদিত্য
নয়াদিল্লি: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে থাকা কমলনাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামীদের সংঘাতের মধ্যেই রাহুল গাঁধীর ট্যুইট। কংগ্রেস সভাপতি কমলনাথ, জ্যোতিরাদিত্যের সঙ্গে ছবি ট্যুইট করলেন। লিও তলস্তয়কে উদ্ধৃত করে লিখলেন, ধৈর্য্য আর সময়, দুটিই হল সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন দুই দাবিদার কমলনাথ, জ্যোতিরাদিত্য। দিনভর দফায় দফায় রাহুল গাঁধী, সনিয়া গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধীর বৈঠকের পর সন্ধ্যায় কংগ্রেস সূত্রে জানা যায়, কমলনাথের নামেই চূড়ান্ত সিলমোহর দিয়েছেন রাহুল, যদিও ভোপালে আনু্ষ্ঠানিক ঘোষণা হবে রাতে।
The two most powerful warriors are patience and time.
- Leo Tolstoy pic.twitter.com/MiRq2IlrIg
— Rahul Gandhi (@RahulGandhi) December 13, 2018
জ্যোতিরাদিত্যও সেই ছবি ট্যুইট করে লড়াই থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে লেখেন, মুখ্যমন্ত্রী পদে কোনও সংঘাত, প্রতিদ্বন্দ্বিতা নেই। জনগণের সেবা করাই আসল কথা। কুর্সির জন্য লড়াই নয়। আমরা মধ্যপ্রদেশের জনগণের সেবা করতে এসেছি। আমি ভোপাল রওনা হচ্ছি। আজই মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত জানতে পারবেন আপনারা। কমলনাথও ভোপাল রওনা হওয়ার কথা জানান। সেখানেই আজ রাতে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে বলে খবর। রাত দশটায় ভোপালে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক বসছে। সেখানেই ঘোষণা হতে পারে।
ये कोई रेस नहीं और ये कुर्सी के लिए नहीं, हम यहां मध्य प्रदेश की जनता की सेवा के लिए हैं| मैं भोपाल आ रहा हूँ, और आज ही CM के नाम का एलान होगा। pic.twitter.com/KGS8Bq0lgs
— Jyotiraditya Scindia (@JM_Scindia) December 13, 2018
রাহুলের সঙ্গে দিল্লি গিয়ে আলাদা করে কথা বলেন কমলনাথ, জ্যোতিরাদিত্য। ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী।
সকাল থেকেই ভোপাল, নয়াদিল্লিতে একের পর এক বৈঠক হয় মুখ্যমন্ত্রী পদে নাম চূড়ান্ত করার ব্যাপারে। রাহুল দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক এ কে অ্যান্টনি, মধ্যপ্রদেশের ভারপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক দীপক বাবারিয়ার মতামতও শোনেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement