Republic Day 2022: জঙ্গি হামলার আশঙ্কা, প্রজাতন্ত্র দিবসের আগে সতর্ক বিএসএফ
Border Security Force: প্রতিবারের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের আগে সতর্ক বিএসএফ। এবারের প্রজাতন্ত্র দিবসে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা এসেছে। তারপরেই বাড়তি সতর্ক বিএসএফ।
![Republic Day 2022: জঙ্গি হামলার আশঙ্কা, প্রজাতন্ত্র দিবসের আগে সতর্ক বিএসএফ Republic Day 2022: Border Security Force On High Alert After Receiving Intelligence Input Republic Day 2022: জঙ্গি হামলার আশঙ্কা, প্রজাতন্ত্র দিবসের আগে সতর্ক বিএসএফ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/25/a3e471b0c6ea8346c64100e0834c3b06_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি হামলা ঠেকাতে বাড়তি সতর্ক সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জঙ্গিরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর এসেছে। সেই কারণেই তাঁরা সতর্ক বলে জানিয়েছেন বিএসএফ-এর আইজি ডি কে বুরা। তিনি আরও বলেছেন, দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভালভাবেই পালিত হবে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএসএফ-এর আইজি জানিয়েছেন, ‘প্রজাতন্ত্র দিবসের আগে আমরা প্রতিবারই সতর্ক থাকি। এই সময় প্রায় প্রতিবারই সীমান্তে জঙ্গি তৎপরতা বেড়ে যায়। তবে আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তৈরি। দেশ-বিরোধী শক্তির যাবতীয় ছক আমরা বানচাল করে দেব। আমরা গোয়েন্দা বিভাগ থেকে কিছু তথ্য পেয়েছি। প্রকৃত নিয়ন্ত্রণরেখা সহ সব সীমান্তে আমরা অত্যন্ত সতর্ক আছি। সীমান্তে প্রহরা বাড়ানো হয়েছে। সীমান্তে সর্বোচ্চ সংখ্যায় জওয়ান এবং অফিসারদের মোতায়েন করা হয়েছে। আমরা জঙ্গি দমনে অভিযান চালাচ্ছি। ড্রোন হামলা ঠেকানোর জন্যও আমাদের অভিযান চলছে। জঙ্গিরা যে চক্রান্তই করুক না কেন, আমি আশাবাদী, ওরা সফল হতে পারবে না। আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, ভয়ের কোনও কারণ নেই। দেশের মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যা করার করব।’
সম্প্রতি দিল্লির সীমানা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রজাতন্ত্র দিবসে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা বিভাগ। এরপরেই জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানদের চূড়ান্ত সতর্ক করে দেওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে, সীমান্তে দু’সপ্তাহ কড়া নজরদারি চালানো হচ্ছে।
অন্যদিকে, উধমপুরে বিএসএফ-এর প্রশিক্ষণ কেন্দ্রে নতুন যোগ দেওয়া জওয়ানদের প্রশিক্ষণ পুরোদমে চলছে। সন্ত্রাস দমন এবং সীমান্তে নানা অপরাধ দমনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের।
বিএসএফ-এর ইন্সপেক্টর জেনারেল প্রদীপ কাটিয়াল জানিয়েছেন, ‘দেশের সীমান্ত সুরক্ষিত রাখাই বিএসএফ-এর প্রাথমিক কর্তব্য। যাঁরা এখন প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের ড্রোন হামলা ঠেকানো, সুড়ঙ্গ দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য তৈরি করা হচ্ছে।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)