এক্সপ্লোর
রোজগারের জন্য লাঠি হাতে চমকপ্রদ মার্শাল আর্ট অশীতিপর বৃদ্ধার, ভিডিও ভাইরাল, সাহায্যে এগিয়ে এলেন রীতেশ দেশমুখ
করোনার মহামারীর আবহে ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা অনেকই আর্থিক অসুবিধার মধ্যে থাকা মানুষকে সাহায্য করতে এগিয়ে আসছেন। সোনু সুদ বেশ কিছুদিন ধরেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য অগ্রণী ভূমিকা নিয়েছেন। রীতেশ দেশমুখ এগিয়ে এলেন ৮৫ বছরের এক বৃদ্ধাকে সাহায্য করার জন্য।

মুম্বই: করোনার মহামারীর আবহে ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা অনেকেই আর্থিক অসুবিধার মধ্যে থাকা মানুষকে সাহায্য করতে এগিয়ে আসছেন। সোনু সুদ বেশ কিছুদিন ধরেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য অগ্রণী ভূমিকা নিয়েছেন। রীতেশ দেশমুখ এগিয়ে এলেন ৮৫ বছরের এক বৃদ্ধাকে সাহায্য করার জন্য। হাতে বাঁশের লাঠি নিয়ে অপূর্ব দক্ষতায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে মার্শাল আর্ট প্রদর্শন করছেন এই বৃদ্ধা। কেউ উৎসাহ নিয়ে দেখার জন্য দাঁড়ালে তাঁকে আর্থিক সাহায্যের জন্য বলছেন তিনি। পুনার এই বৃ্দ্ধার ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল। বৃদ্ধার নাম শান্তা বালু পাওয়ার। সম্ভবত এই মহিলা কোথাও কাজ করতেন। কিন্তু করোনার আবহে রোজগার বন্ধ। কোনও কালে শেখা এই লাঠি খেলার বিদ্যা নিয়ে তিনি বেপরোয়াভাবে নেমে পড়েছেন পথে। খেলা দেখিয়ে যদি কিছু টাকা হাতে পাওয়া যায়। তবে তাঁর দেখানো লাঠি খেলা যে যথেষ্ট আকর্ষণীয় তাতে কোনও সন্দেহ নেই। বিশেষ করে এতখানি বয়সে এমন খেলা দেখানো সহজ কথা নয়। বৃদ্ধার লাঠিখেলার ভিডিয়োটি ট্যুইট করে, বৃদ্ধাকে সাহায্য করার ইচ্ছা থেকে রীতেশ দেশমুখ ট্যুইট করে লিখেছেন, ‘ওয়ারিয়র আজি-মা...কেউ আমাকে এঁর সঙ্গে যোগাযোগের উপায় জানান অনুগ্রহ করে’। তাঁর উত্তরে বলিউডের নামী ফটোগ্রাফার ভিরাল ভিয়ানি মহিলার নাম ও যোগাযোগের নম্বর দেন রীতেশকে। তার পরপরই রীতেশ ট্যুইট করে ধন্যবাদ জানিয়ে বলেন যে তিনি এই মহিলার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন



















