এক্সপ্লোর
ঘাড় ও পিঠে ব্যথা নিয়ে নয়ডার হাসপাতালে রবার্ট বঢরা, সারারাত পাশে থাকলেন প্রিয়ঙ্কা
ঘাড় ও পিঠে ব্যথা হওয়ায় গতকাল সকালে নয়ডা সেক্টর ১১-র একটি হাসপাতালে যান রবার্ট।

নয়ডা: স্বামী রবার্ট বঢরা হাসপাতালে ভর্তি হওয়ায় সারারাত সেখানেই থাকলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। আজ সকালে রবার্ট হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনদিনের সফরে রায়বরেলিতে গিয়েছেন প্রিয়ঙ্কা। সেখানে তিনি প্রদেশ কংগ্রেস আয়োজিত একটি কর্মশালায় যোগ দেবেন। ঘাড় ও পিঠে ব্যথা হওয়ায় গতকাল সকালে নয়ডা সেক্টর ১১-র একটি হাসপাতালে যান রবার্ট। শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এক অভিজ্ঞ অস্থি বিশেষজ্ঞ শল্য চিকিৎসক রবার্টকে পরীক্ষা করেন। গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে পৌঁছন প্রিয়ঙ্কা। গোটা হাসপাতাল এসপিজি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। সারারাত স্বামীর পাশে থাকেন কংগ্রেস সাধারণ সম্পাদক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















