এক্সপ্লোর
Advertisement
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে সেঞ্চুরি ওপেনার রোহিতের, বিশাখাপত্তনমে বড় রানের পথে ভারত
কম আলো ও বৃষ্টির জন্য ৫৯.১ ওভারের পর আর খেলা চালানো সম্ভব হয়নি। ভারতের স্কোর বিনা উইকেটে ২০২ রান। ক্রিজে রোহিত ও মায়াঙ্ক
বিশাখাপত্তনম: বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে ইনিংস ওপেন করে ব্যর্থ হয়েছিলেন। টেস্টে ওপেনার হিসাবে তিনি কতটা সফল হবেন, সেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বিশাখাপত্তনমে সমস্ত আশঙ্কা, উদ্বেগকে হেলায় উড়িয়ে দিলেন রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ঝকঝকে সেঞ্চুরি করলেন রোহিত। কেরিয়ারে প্রথমবার টেস্টে ইনিংস ওপেন করতে নেমেই। চা পানের বিরতিতে ভারতের স্কোর ২০২/০। ১১৫ রান করে অপরাজিত রোহিত। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও ৫টি ওভার বাউন্ডারি। রোহিতের সঙ্গে ক্রিজে রয়েছেন মায়াঙ্ক অগ্রবাল। তিনি অপরাজিত ৮৪ রান করে।
টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিজের সিদ্ধান্ত নিয়ে বিরাট বলেন, ‘উইকেট ব্যাটিং সহায়ক থাকবে শুরুতে। প্রথম দুদিন টানা ব্যাট করে বড় রান স্কোরবোর্ডে তোলাটাই আমাদের লক্ষ্য।’ সঙ্গে যোগ করেন, ‘টপ অর্ডারে রোহিতের কাছে বড় সুযোগ। ওকে ওর দায়িত্ব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ায় ও ভীষণ খুশি।’ সেই সঙ্গে বিরাট বলেন, ‘আমার মতে, ঋদ্ধিমান সাহা এখন বিশ্বের সেরা উইকেটকিপার। ওকে ফেরানোর সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।’ প্রথম একাদশে উইকেটকিপার হিসাবে খেলছেন বাংলার ঋদ্ধিমান সাহা। প্রায় ২০ মাস পরে টেস্টে প্রত্যাবর্তন ঘটালেন তিনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি উইকেট নিয়ে চিন্তিত। বলেছেন, ‘উইকেট বেশ শুকনো। উপমহাদেশে আমাদের টস ভাগ্য ভাল নয়। প্রথম ইনিংসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।’ ভারত দুই স্পিনার হিসাবে খেলাচ্ছে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে। পেসারদের মধ্যে ইশান্ত শর্মার সঙ্গে খেলছেন মহম্মদ শামি। তবে কম আলো ও বৃষ্টির জন্য ৫৯.১ ওভারের বেশি খেলা চালানো সম্ভব হয়নি। বৃষ্টি না থামায় চা পানের বিরতির পর ম্যাচ আর শুরু করা যায়নি। যদিও বড় স্কোরের পথেই এগচ্ছে ভারত।????????@ImRo45 #INDvSA pic.twitter.com/BsqCeWdTQm
— BCCI (@BCCI) October 2, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement