৯০ লক্ষ টাকা ব্যয়ে মুম্বইয়ের মেরিন ড্রাইভে চালু হল পাবলিক টয়লেট, উদ্বোধনে আদিত্য ঠাকরে

মুম্বই: গাঁধী জয়ন্তীর দিন মুম্বইয়ের চালু হল এখনও পর্যন্ত শহরের (সম্ভবত দেশেরও) সবচেয়ে ব্যয়বহুল পাবলিক টয়লেট। এই শৌচাগারটি নির্মা করা হয়েছে দক্ষিণ মুম্বইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ অঞ্চলে।
প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই শৌচাগারটি সৌরবিদ্যুৎ চালিত। জলের অপচয় রুখতে বসানো হয়েছে ভ্যাক্যুম প্রযুক্তি। বৃহন্মুম্বই পুরসভার এক শীর্ষ আধিকারিক জানান, এই শৌচাগারের ফলে প্রাতঃভ্রমণকারী ও সাইক্লিস্টদের ভীষণ সুবিধা হবে। সবচেয়ে বড় কথা, এই শৌচাগার ব্যবহারের বিনামূল্যে করতে পারবেন মানুষ। শৌচাগারটির উদ্বোধন করেন শিবসেনার যুব নেতা আদিত্য ঠাকরে। শৌচাগারটি যৌথভাবে নির্মাণ করছে জিন্দাল স্টিল ওয়ার্কস, সসামাটেক ফাউন্ডেশন ও নরিম্যান পয়েন্ট চার্চগেট সিটিজেন্স অ্যাসোসিয়েশন।
জেএসডব্লু-ক এক কর্তা জানান, সাধারণত শৌচাগারের ফ্লাশে ৮ লিটার জল লাগে। কিন্তু, এই নতুন প্রযুক্তির শৌচাগারে মাত্র ৮০০ মিলিলিটার জল ব্যবহৃত হয়। জল সঞ্চয় ছাড়াও, শৌচাগারের ভ্যাক্যুম প্রযুক্তির ফলে প্রতিবছর কয়েক লক্ষ লিটার বর্জ্যপদার্থের সমুদ্রে মেশা থেকে আটকানো সম্ভব হবে।I had the honour of inaugurating this world class sustainable toilet at Marine Drive, for all citizens to use. Thank you @Tarinijhanda & SamaTech for your collab with the BMC on this. Look forward to many more such toilets across Mumbai. (1/2) pic.twitter.com/ujT1rKAvKD
— Aaditya Thackeray (@AUThackeray) October 1, 2018
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
