এক্সপ্লোর
Advertisement
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে, হাঁটুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল
বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলে ১২ গড়ে মাত্র ৩৬ রান করেছিলেন রাসেল। বল হাতে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন
ম্যাঞ্চেস্টার: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ শিবির। হাঁটুর চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন আন্দ্রে রাসেল। তারকা অলরাউন্ডারের পরিবর্ত হিসাবে বাকি তিন ম্যাচের জন্য সুনীল আমব্রিসকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার আইসিসি থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে সুনীল আমব্রিসের অন্তর্ভুক্তি অনুমোদন করেছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি। বাঁ হাঁটুতে চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন রাসেল। তাঁর পরিবর্তে দলে আসা আমব্রিস দেশের হয়ে ৬টি টেস্ট ও ৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন রাসেল। ক্যারিবিয়ান শিবির আশায় ছিল, বিশ্বকাপে সেই ছন্দেই দেখা যাবে অলরাউন্ডারকে। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ রাসেল। বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলে ১২ গড়ে মাত্র ৩৬ রান করেছিলেন রাসেল। বল হাতে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন। ৬ ম্যাচে মাত্র তিন পয়েন্ট পেয়ে দশ দলের টুর্নামেন্টে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকেই গিয়েছেন জেসন হোল্ডাররা। বৃহস্পতিবার বিরাট কোহলিদের সঙ্গে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement